1. sardardhaka@yahoo.com : adminmoha : Sardar Dhaka
  2. nafij.moon@gmail.com : Nafij Moon : Nafij Moon
  3. rafiqul@mohajog.com : Rafiqul Islam : Rafiqul Islam
  4. sardar@mohajog.com : Shahjahan Sardar : Shahjahan Sardar
মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪, ০৩:৪৮ পূর্বাহ্ন

শাহজালালে ২৩ কেজি স্বর্ণসহ একজন আটক

মহাযুগ নিউজ ডেস্ক
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৫ আগস্ট, ২০১৬
  • ২৪১ বার

হজরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রায় ২৩ কেজি ওজনের ২২৩টি স্বর্ণের বারসহ একজনকে আটক করেছে বিমানবন্দর কাস্টমস কর্তৃপক্ষ। আটককৃত ব্যক্তির নাম আতাউল মজিব।

বুধবার রাতে সিঙ্গাপুর থেকে আগত একটি ফ্লাইট থেকে এসব স্বর্ণের বারসহ তাকে আটক করা হয়।

বিমানবন্দর কাস্টমস কর্তৃপক্ষের সহকারী কমিশনার (এসি) এমএইচ আহসানুল কবির বলেন, ওই যাত্রী সিঙ্গাপুর এয়ারলাইন্সের এসকিউ-৪৪৬ ফ্লাইটে রাত ১০টা ৩৪ মিনিটে ঢাকায় আসেন।

গোপন সংবাদের ভিত্তিতে তার উপর নজর রাখে শুল্ক কর্তৃপক্ষ। গ্রিন চ্যানেল দিয়ে পার হওয়ার সময় তাকে দাঁড় করিয়ে তল্লাশি করা হয়। এসময় তার কোমরে থাকা বেল্টের ভেতর থেকে ২২৩টি স্বর্ণের বার পাওয়া যায়। এগুলোর প্রতিটির ওজন ১০ তোলা।

জব্দকৃত স্বর্ণের আনুমানিক মূল্য প্রায় সাড়ে ১১ কোটি টাকা বলে জানান তিনি।

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 Mohajog