1. sardardhaka@yahoo.com : adminmoha : Sardar Dhaka
  2. nafij.moon@gmail.com : Nafij Moon : Nafij Moon
  3. rafiqul@mohajog.com : Rafiqul Islam : Rafiqul Islam
  4. sardar@mohajog.com : Shahjahan Sardar : Shahjahan Sardar
বৃহস্পতিবার, ২৯ ফেব্রুয়ারী ২০২৪, ০২:০৬ অপরাহ্ন

বিয়ে করলেন পাওলি-ইন্দ্রনীল!

মহাযুগ নিউজ ডেস্ক
  • আপডেট টাইম : শনিবার, ২৭ আগস্ট, ২০১৬
  • ৫৫৮ বার

পাওলি দামের কপালে সিঁদুর, হাতে শাঁখা। চুলের খোঁপায় বেলি-রজনীগন্ধার মালা। ঠোঁট টুকটুকে লাল হয়ে আছে রঙিন লিপস্টিকে। কানের ঝুলছে ঝমকো দুল।

অন্যদিকে, ইন্দ্রনীলে পরেছেন ধুতি-পানজাবি, গলায় তাজা ফুলের মালা। দেখেই মনে হচ্ছে ইন্দ্রনীল-পাওলি দু’জনেই সাত পাকে ঘুরে মালা বদল করেছেন। মানে সদ্য ছাঁদনাতলায় বসে বিয়ে করলেন!

কিন্তু এমনটা বাস্তবে নয়, তাদের এই সাজবরণ করতে হয়েছে ‘তবু অপিরিচিত’ নামের একটি ছবিতে অভিনয়ের খাতিরে। ছবির একটি দৃশ্যে তাদের বিয়ের আয়োজন দেখানো হবে। সে কারণে পাওলি-ইন্দ্রনীল পরস্পরে বর-কণে হিসেবে সাজবেন। স্বরূপ ঘোষ পরিচালিত এই ছবিটি মুক্তি পাবে আগামী ২ সেপ্টেম্বর।

ছবির কাহিনি মূলত, বিয়ের পর গড়ে ওঠা একজোড়া দম্পতির মধ্যে সম্পর্কে নিয়ে। ‘তবু অপিরিচিত’ ছবিটি প্রযোজনা করেছে এআর এন্টারটেইনমেন্ট গ্রুপ।

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 Mohajog