কন্যাসন্তানের বাবা হলেন বলিউড অভিনেতা শহিদ কাপুর। শুক্রবার (২৬ আগস্ট) রাতে মুম্বাইয়ের হিন্দুজা হাসপাতালে ফুটফুটে একটি কন্যাসন্তানের জন্ম দিলেন তার স্ত্রী মীরা রাজপুত।
শুক্রবার রাতে বাবা হওয়ার কথা টুইটারে ভক্তদের জানিয়েছেন শহিদ। ৩৫ বছর বয়সী এই অভিনেতা লিখেছেন, ‘ও এসেছে। আমরা কতো খুশি হয়েছি তা প্রকাশের ভাষা পাচ্ছি না। শুভকামনার জন্য সবাইকে ধন্যবাদ।’
এদিকে গত ২৫ আগস্ট হাসপাতালে ভর্তি করানো হয় মীরাকে। তখনই বোঝা যাচ্ছিলো, তাদের ঘরে নতুন অতিথি আসতে আর দেরি নেই।
২০১৫ সালের ৭ জুলাই দিল্লির ২২ বছর বয়সী তরুণী মীরা রাজপুতকে বিয়ে করেন শহিদ। সবশেষ তাকে ‘উড়তা পাঞ্জাব’ ছবিতে দেখা গেছে। স্ত্রীর সন্তানসম্ভবা হওয়ার কারণে কাজ থেকে কিছুদিনের বিরতি নিয়েছিলেন তিনি।