1. sardardhaka@yahoo.com : adminmoha :
মঙ্গলবার, ৩০ মে ২০২৩, ০১:৫৫ পূর্বাহ্ন

প্রকৃতির রসবোধ!

মহাযুগ নিউজ ডেস্ক
  • আপডেট টাইম : রবিবার, ২৮ আগস্ট, ২০১৬
  • ৩৪২ বার

ঢাকা: প্রকৃতির রসবোধ চমৎকার। জানে রসায়নও। সে নিজেই যেন একটি শিল্প ভাণ্ডার। নয়তো গাজরকে স্নেহের বাহুডোর, আর
জমজ গাজর! বলা ভালো গাজর দম্পতি বাহুডোরে সাধছে মায়াসুর…।


ডানা ঝাপটে স্ট্রবেরির লাল প্রজাপতি বুঝি উড়ে যাবে এক্ষুণি!


টমেটোর উপরে টমেটো। না না, টমেটোর কেটলি!


বাজারের ঝুড়ি থেকে উঠে এসেই পায়ে পা তুলে আধশোয়া হলো যৌবনা মূলা।


মুলারও এবার পা গজালো।


কৃষকের কষ্ট মিটে গেলো এবার। মূলা নিজ পায়েই উঠে আসছে ক্ষেত থেকে।


স্ট্রবেরির লাল পাখি গাইবে কি গান?


সবজিটিকে দু’ভাবে দেখুন। এপাশ থেকে নীলতিমি আর ওপাশ থেকে হাঁসের মতো। বলুন তো, কোন পাশ থেকে সে দেখতে কেমন!

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2020 Mohajog