জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত কণ্ঠশিল্পী নাজমুন মুনিরা ন্যানসি। নিয়মিত তিনি চলচ্চিত্রে প্লেব্যাক করছেন। তারই ধারাবাহিকতায় ‘জেগে যদি থাকতি’ শিরোনামের একটি গানে কণ্ঠ দিলেন তিনি।
শামীমুল ইসলাম শামীম পরিচালিত ‘গোলাপতলীর কাজল’ শিরোনামের সিনেমায় গানটি ব্যবহার করা হবে। গতকাল সোমবার (২৯ আগস্ট) রাজধানীর একটি স্টুডিওতে এ গানের রেকডিং সম্পন্ন হয়েছে। পরিচালক শামীমুল ইসলাম শামীমের কথায় গানটির সংগীত পরিচালনা করেছেন শওকত আলী ইমন।
সিনেমা প্রসঙ্গে শামীমুল ইসলাম শামীম রাইজিংবিডিকে বলেন, ‘গোলাপতলীর কাজল সিনেমার গল্প লেখা শেষ করেছি। গতকাল একটি গানের রেকডিং শেষ করলাম। চলতি বছরের নভেম্বরে সিনেমাটির শুটিং শুরু করব। নায়ক-নায়িকা এখনো চূড়ান্ত হয়নি। তবে এতে সময়ের জনপ্রিয় একজন নায়িকাকে দেখা যাবে। অভিনয়শিল্পীদের চুক্তিবদ্ধ করিয়ে খুব শিগগিরি তাদের নাম জানাব।’
গান প্রসঙ্গে ন্যানসি বলেন, ‘গানের কথাগুলো ভালো লেগেছে। গানটির সুর-সংগীতও চমৎকার হয়েছে। আশা করছি, গানটি দর্শকদের ভালো লাগবে।’
এদিকে শামীমুল ইসলাম শামীমের ‘আমার প্রেম আমার প্রিয়া’ সিনেমার শুটিং প্রায় শেষের দিকে। পরীমনি- আরজু জুটির এ সিনেমাটি চলতি বছরে মুক্তি পাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন এই নির্মাতা।