1. sardardhaka@yahoo.com : adminmoha :
শুক্রবার, ০৯ জুন ২০২৩, ১১:৫৭ অপরাহ্ন

চারজনের ‘একই স্বপ্ন

মহাযুগ নিউজ ডেস্ক
  • আপডেট টাইম : বুধবার, ৩১ আগস্ট, ২০১৬
  • ২৬৩ বার

কণ্ঠশিল্পী ফাহমিদা নবী, সামিনা চৌধুরী ও শারমিন রমা গেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী সুরকার বেলাল খানের সুরে। তিন গায়িকার গাওয়া একটি করে গান নিয়ে সাজানো হয়েছে ইপি অ্যালবাম ‘একই স্বপ্ন’।

এ প্রজন্মের সংগীতশিল্পী বেলাল খান বলেন, ‘ফাহমিদা আপা ও সামিনা আপার গলা আমাদের সংগীতাঙ্গনের দারুণ সম্পদ। পাশাপাশি রমা আপাও ভালো গান করেন। তাদের জন্য নিজের সেরাটুকু উপহার দেওয়ার চেষ্টা করেছি। এক্ষেত্রে তাদের সহযোগিতাও পেয়েছি।’

নতুন অ্যালবামে গাওয়া প্রসঙ্গে সামিনা চৌধুরী বলেন, ‘বেলাল খুবই ভালো কাজ করছে এখন। আমাকে অসাধারণ একটি গান গাইতে দিয়েছে। গানটি গেয়ে আমি এক কথায় মুগ্ধ।’

‘একই স্বপ্ন’ অ্যালবামে রয়েছে দুটি একক ও একটি দ্বৈত গান। এগুলো লিখেছেন রবিউল ইসলাম জীবন ও নিহার আহমেদ। আসছে ঈদে সিএমভি থেকে জিপি মিউজিকে প্রকাশ হচ্ছে এ তিনটি গান।

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2020 Mohajog