1. sardardhaka@yahoo.com : adminmoha :
মঙ্গলবার, ৩০ মে ২০২৩, ১২:০৯ পূর্বাহ্ন

দীঘিনালায় বিএনপি নেতাকে গলা কেটে হত্যা

মহাযুগ নিউজ ডেস্ক
  • আপডেট টাইম : সোমবার, ৫ সেপ্টেম্বর, ২০১৬
  • ২৬৬ বার

খাগড়াছড়ির দীঘিনালায় মো. বাদল খাঁ নামে এক বিএনপি নেতাকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার সকালে দীঘিনালায় নিজের চা দোকান থেকে তার গলা কাটা লাশ উদ্ধার করে পুলিশ।

জানা গেছে, বাদল খাঁ চা বিক্রি করে জীবিকা নির্বাহ করতো। সোমবার সকালে চা দোকানটি বন্ধ দেখে স্থানীয় লোকজন দরজা খুলে গলা কাটা অবস্থায় বাদল খাঁর মরদেহ দেখতে পায়। পাশে অচেতন অবস্থায় স্ত্রী কুলসুম বিবি পড়ে ছিল। পরে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে দীঘিনালা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. মিজানুর রহমান জানান, কুলসুম বিবিকে প্রথমে দীঘিনালা এবং পরে খাগড়াছড়ি জেলা সদর হাসাপাতালে পাঠানো হয়েছে। নিহতের স্ত্রীর জ্ঞান ফিরলে হত্যাকাণ্ডের কারণ জানা যাবে।

ঘটনার আগে দুর্বৃত্তরা নেশা জাতীয় কিছু খাইয়ে হত্যাকাণ্ড ঘটিয়ে থাকতে পারে বলে ধারণা করছে পুলিশ।

দীঘিনালা উপজেলা বিএনপির সভাপতি মো. মোসলেম উদ্দিন জানান, বাদল খাঁ দীঘিনালা উপজেলা বিএনপির সদস্য ও সাবেক ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক ছিলেন। সদ্য সমাপ্ত ইউনিয়ন পরিষদ নির্বাচনে মেম্বার প্রার্থী ছিলেন।

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2020 Mohajog