পদ্মায় তীব্র স্রোত ও ভাঙনের কারণে দৌলতদিয়ায় চারটি ফেরিঘাটের মধ্যে তিনটি ঘাট সোমবার সকাল সাড়ে ৭টা থেকে বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
মাত্র একটি ঘাট দিয়ে জরুরি ভিত্তিতে কিছু যানবাহন পারাপার হচ্ছে। তিনটি ঘাট বন্ধ থাকায় উভয় পাশে সহস্রাধিক যানবাহন আটকা পড়েছে।
দৌলতদিয়ার বিআইডব্লিউটিসি শাখা ব্যবস্থাপক মো. শফিকুল ইসলাম বলেন, ‘তীব্র স্রোত ও নদীভাঙনের কারণে ১, ২ ও ৪ নম্বর ফেরিঘাট বন্ধ ঘোষণা করা হয়েছে। শুধু ৩ নম্বর ঘাট দিয়ে জরুরি ভিত্তিতে কিছু যানবাহন পারাপার হচ্ছে।’
প্রসঙ্গত, জুলাইয়ের শেষ দিকে দৌলতদিয়ার ভাঙা ঘাটগুলো দায়সারাভাবে মেরামত করা হয়। এক সপ্তাহ যেতে না যেতেই আগস্টের ৬ তারিখে সবগুলো ঘাট বন্ধ হয়ে যায়। পরে বিআইডব্লিউটিএ কোনোরকমে ঘাট চালু করে।