1. sardardhaka@yahoo.com : adminmoha :
শুক্রবার, ২৪ মার্চ ২০২৩, ০৩:৩৫ পূর্বাহ্ন

চীনের অর্থমন্ত্রী লু জিওয়ের অপসারণ

মহাযুগ নিউজ ডেস্ক
  • আপডেট টাইম : সোমবার, ৭ নভেম্বর, ২০১৬
  • ২২৯ বার

china-fm-pic-550x310আন্তর্জাতিক ডেস্ক :  চীনের অর্থমন্ত্রী লু জিওয়েকে প্রত্যাহার করা হয়েছে। দেশটির সরকারি এক বিবৃতিতে অর্থমন্ত্রী লু জিওয়েই স্থানে সাবেক কর প্রধান জিয়াও জাই লু এর স্থলাভিসিক্ত। এই পরিবর্তনের জন্য কোন কারণ দেখানো হয়নি এবং লু পরবর্তীতে  কোথায় দেওয়া হতে পারে বিবৃতিতে তা বলা হয় নি।

এদিকে, গত তিন বছর থেকে চীনের ঋণ বোঝাই অর্থনীতি সংস্কারের চেষ্টায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন এ উর্ধ্বতন কর্মকর্তাকে অপসারণ করা হয়েছে। লু (৬৫) চীনা অর্থনীতির দুর্দান্ত সময় থেকে এই পদে কাজ করে আসছেন যা ২৫ বছর ধরে ধীর গতিতে বাড়ছে।

তার প্রতিস্থাপনের জন্য চীনের প্রধানমন্ত্রী লি কোয়াং এর সাথে জিয়াও এর ঘনিষ্ঠ সম্পর্ক আছে বলে ধারণা করা হচ্ছে। চীনের অর্থনীতিতে তার চাকরি গুরুত্বপূর্ণ অবদান রেখেছে।

চীনের শক্তিশালী প্রধানমন্ত্রী জি জিনপিং অনুমান করেছেনে অর্থনৈতিক ব্যবস্থাপনায় লি এর ভূমিকা কমে গেছে।

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2020 Mohajog