1. sardardhaka@yahoo.com : adminmoha : Sardar Dhaka
  2. nafij.moon@gmail.com : Nafij Moon : Nafij Moon
  3. rafiqul@mohajog.com : Rafiqul Islam : Rafiqul Islam
  4. sardar@mohajog.com : Shahjahan Sardar : Shahjahan Sardar
শনিবার, ২৭ জুলাই ২০২৪, ০৫:২৪ পূর্বাহ্ন

উন্নয়ন থেকে বাদ পড়বে না কেউ: অর্থমন্ত্রী

মহাযুগ নিউজ ডেস্ক
  • আপডেট টাইম : শনিবার, ১২ নভেম্বর, ২০১৬
  • ২৬৯ বার

প্রতিবেদক বাংলাদেশের চলমান উন্নয়ন প্রক্রিয়ায় কেউ পেছনে পড়ে থাকবে না বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুর মুহিত। বৃহস্পতিবার ঢাকায় প্রথমবারের মত অনুষ্ঠিত ‘ইমপ্যাক্ট ইনভেস্টমেন্ট সামিট বাংলাদেশ’র উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

মন্ত্রী আরো বলেন, গত ৪৫ বছরে আমরা বাংলাদেশে দারিদ্র্যের হার উল্লেখযোগ্যভাবে ৭০ ভাগ থেকে ২২ ভাগে কমিয়ে এনেছি। “সভ্যতা আগাচ্ছে, এর উপকারভোগী জনগণ। কিন্তু তথ্য প্রযুক্তিতে বৈপ্লবিক পরিবর্তন হওয়ার পূর্বে উপকারভোগীর সংখ্যা ছিল অল্পসংখ্যক। সম্ভবত আমরা সকলকেই এতে যুক্ত করতে পারব। এটা কেবল দারিদ্র্য বিমোচন নয়, বরং তার চেয়ে বেশি।”

বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে বেশি সংখ্যক মানুষের সম্পৃক্ততা রয়েছে জানিয়ে এতে সন্তোষ প্রকাশ করেন অর্থমন্ত্রী। ইমপ্যাক্ট ইনভেস্টমেন্ট সামিট আয়োজন করে ‘বিল্ড বাংলাদেশ’ নামে একটি সংগঠন।

এর উদ্বোধনী বক্তব্যে ‘পৃথিবীতে অবশ্যই দারিদ্র্য থাকবে না’ মন্তব্য করে অর্থমন্ত্রী মুহিত বলেন, “তবে একটা কথা এখানে স্পষ্ট করত হবে, জনগোষ্ঠীর কিছু সংখ্যক মানুষ থাকবে যাদের সব সময় সরকারের সহযোগিতার দরকার হবে।

“এই হার ৭ থেকে ১৪ শতাংশের মধ্যে। আমরা এটাকে ১৪ শতাংশ মনে করতাম। কিন্তু মালয়েশিয়া এটাকে ৭ শতাংশে নামিয়ে আনতে পেরেছে। সম্ভবত একমাত্র দেশ হিসাবে তারাই এটা পেরেছে। এই ৭ ভাগ রাষ্ট্রের সহযোগিতা পাবে।”

সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান এম খায়রুল হোসেন বলেন, “ইমপ্যাক্ট ইনভেস্টমেন্টে বিনিয়োগকারী কেবল আর্থিক লাভ দেখে না। সামাজিক ও পরিবেশগত বিষয়ও দেখে। বাংলাদেশ এর পরিধি বাড়ছে। বর্তমানে আমাদের প্রায় এক বিলিয়ন ডলারের বিনিয়োগ আছে, যেটা এর আওতায় পড়ে।

“তবে এগুলো মূলত বিদেশি এজেন্সির বিনিয়োগ। বাংলাদেশের বেসরকারি খাতে এর অবস্থান নগণ্য। আমরা উদ্যোগ নিচ্ছি, যাতে এই খাতে ব্যাপক উন্নতি হয়।”

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান কাজী এম আমিনুল ইসলাম বলেন, “আমাদের ইমপ্যাক্ট ইনভেস্টমেন্টের উদ্যোগ আরো আগেই নেওয়া উচিত ছিল।

“আমরা এমন বিনিয়োগ চাই, যা অর্থবহ, অন্তর্ভুক্তিমূলক ও পরিবেশ সম্মত। কারণ আমরা আমাদের পৃথিবীকে ধ্বংস করতে পারব না।”

 

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 Mohajog