1. sardardhaka@yahoo.com : adminmoha :
মঙ্গলবার, ৩০ মে ২০২৩, ১২:৩৬ পূর্বাহ্ন

মাহমুদুর রহমান জামিনে মুক্ত

মহাযুগ নিউজ ডেস্ক
  • আপডেট টাইম : বুধবার, ২৩ নভেম্বর, ২০১৬
  • ২৭৪ বার

প্রতিবেদক : সাড়ে তিন বছর জেলে থাকার পর জামিনে মুক্তি পেয়েছেন দৈনিক আমার দেশের ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান। রাষ্ট্রদ্রোহসহ ৭০টি মামলায় তিনি কারাগারে ছিলেন। গাজীপুরের কাশিমপুর কারাগার-২ এর জেলার নাশির আহমেদ জানিয়েছেন, জামিনের কাগজপত্র হাতে পাওয়ার পর যাচাই বাছাই করে বুধবার দুপুরে তারা মাহমুদুরকে মুক্তি দেন।

যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের দুই বিচারকের স্কাইপ কথোপকথন প্রকাশ করায় তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা হয়। ২০১৩ সালের ১১ এপ্রিল ঢাকার কারওয়ান বাজারে আমার দেশ কার্যালয় থেকে মাহমুদুর রহমানকে গ্রেপ্তার করে পুলিশ।

গত সাড়ে তিন বছরে প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয়কে অপহরণের চেষ্টা হত্যা ষড়যন্ত্র ছাড়াও বিভিন্ন আইনে প্রায় ৭০টি মামলা হয় বিগত চার দলীয় জোট সরকারের প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সময় জ্বালানি উপদেষ্টার দায়িত্ব পালন করা মাহমুদুরের বিরুদ্ধে।

বিএনপির ভাইস চেয়ারম্যান এজেএম জাহিদ হোসেন, চেয়ারপারসনের উপদেষ্টা ফরহাদ হালিম ডোনার, বিএফইউজের একাংশের মহাসচিব রুহুল আমিন গাজী, বিএনপির কেন্দ্রীয় স্থানীয় নেতাকর্মীরা কারা ফটকে ফুল দিয়ে মাহমুদুরকে স্বাগত জানান

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2020 Mohajog