1. sardardhaka@yahoo.com : adminmoha :
বুধবার, ০৭ জুন ২০২৩, ০১:৫৩ পূর্বাহ্ন

তারেককে ১ মাসের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ

মহাযুগ নিউজ ডেস্ক
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৯ নভেম্বর, ২০১৬
  • ৩০৭ বার

প্রতিবেদক : বিগত জরুরি অবস্থার সময় দায়ের করা চাঁদাবাজির তিন মামলার ওপর থেকে স্থগিতাদেশ তুলে নিয়ে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে এক মাসের মধ‌্যে বিচারিক আদালতে আত্মসমর্পণ করতে বলেছে হাই কোর্ট।  এছাড়া কর ফাঁকির দুই মামলার স্থগিতাদেশও  তুলে নিয়েছে আদালত। ফলে পরোয়ানা মাথায় নিয়ে গত আট বছর ধরে লন্ডনে অবস্থানরত তারেকের বিরুদ্ধে এই পাঁচ মামলার বিচার চালিয়ে নিতে আর কোনো আইনি বাধা থাকল না।

রাষ্ট্রপক্ষের আবেদনের শুনানি করে বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর হাই কোর্ট বেঞ্চ মঙ্গলবার এই আদেশ দেয়।

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যার্টনি জেনারেল তাপস কুমার বিশ্বাস। তারেকের আইনজীবী মাহবুব উদ্দিন খোকন আদালতে গেলেও আইনের দৃষ্টিতে তার মক্কেল পলাতক থাকায় তিনি শুনানির সুযোগ পাননি।

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2020 Mohajog