1. sardardhaka@yahoo.com : adminmoha :
সোমবার, ২০ মার্চ ২০২৩, ০৬:০৬ অপরাহ্ন

সিলেটে জেলারের মাথা ফাটালেন কয়েদি

মহাযুগ নিউজ ডেস্ক
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১ ডিসেম্বর, ২০১৬
  • ৩১৮ বার

প্রতিবেদক : সিলেট কেন্দ্রীয় কারাগারের জেলার মাসুদ পারভেজ মঈনের মাথা ফাটিয়ে দিয়েছেন এক কয়েদি। বৃহস্পতিবার সকালের এ ঘটনা পর আহত মাসুদ পারভেজ মঈনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে সিনিয়র জেল সুপার মো.ছগির মিয়া জানান।

তিনি বলেন, “সকালে জেলার প্রধান ফটকের ভেতর কেইস ডেস্কে বসে বন্দিদের হিসাব করছিলেন। এ সময় একটি হত্যা মামলার যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামি প্রমোদ চন্দ্র দাস রড দিয়ে তার মাথায় আঘাত করেন। এতে তার মাথা ফেটে গেলে কারাক্ষীরা তাকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।”

প্রমোদ চন্দ্রকে কারাগারের সেলে রাখা হয়েছে। সুনামগঞ্জের দিরাই উপজেলার একটি হত্যা মামলায় তার যাবজ্জীবন কারাদণ্ড হয়। ২০০৪ সালের ১৯ মে থেকে তিনি সিলেট কেন্দ্রীয় কারাগারে রয়েছেন।

সিলেট কোতোয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) আজিম পাটোয়ারী জানান, হামলার ঘটনায় ডেপুটি জেলার নুর মোহাম্মদ সোহেল বাদী প্রমোদ চন্দ্রের বিরুদ্ধ মামলা করেছেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে বলে জানান তিনি।

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2020 Mohajog