আন্তর্জাতিক ডেস্ক : সেনাবাহিনীর প্রতিরোধ ভেঙে সিরিয়ার প্রাচীন পালমিরা নগরীতে প্রবেশের কয়েক ঘণ্টা পরই রাশিয়ার বিমান হামলার মুখে পিছু হটেছে ইসলামিক স্টেট (আইএস) যোদ্ধারা। রাশিয়া ও স্থানীয়রা বলেছে, বিমান হামলার মুখে জঙ্গিরা নগরীর উপকণ্ঠের দিকে সরে গেছে।
উইনেস্কো বিশ্ব ঐতিহ্যের এ পালমিরা নগরী ২০১৫ সাল থেকে দখল করে রেখেছিল আইএস। গত মার্চে তারা সেখান থেকে বিতাড়িত হয়।
নয় মাসের মাথায় এ সপ্তাহের শুরুর দিকে ফের পালমিরায় প্রবেশের জন্য হামলা শুরু করে আইএস। শনিবার তারা শহরটিতে প্রবেশ করতে সক্ষমও হয়। কিন্তু এরপরদিনই সিরিয়ার যুদ্ধ পরিস্থিতি পর্যবেক্ষণকারী ব্রিটেনভিত্তিক সংগঠন ‘দ্য সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস’ বলেছে, রাশিয়ার ‘তীব্র’ বিমান হামলার কারণে আইএস পালমিরার কেন্দ্রস্থল থেকে সরে গিয়ে শহরের উপকণ্ঠের কিছু ফলের বাগানে আশ্রয় নিয়েছে।
উপকণ্ঠের এলাকাগুলোতে এখনও লড়াই চলছে বলে জানিয়েছে সিরিয়ান অবজারভেটরি।
মস্কো বলেছে, সিরিয়ার সেনারা রাশিয়ার বিমান হামলার সহায়তায় আইএস কে হটিয়ে দিয়েছে। এ অভিযানে ৬৪ টি বিমান হামলা চালানো হয়েছে এবং এতে ৩শ’রও বেশি জঙ্গি মারা পড়েছে বলে দাবি করেছে রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রণালয়।