1. sardardhaka@yahoo.com : adminmoha : Sardar Dhaka
  2. nafij.moon@gmail.com : Nafij Moon : Nafij Moon
  3. rafiqul@mohajog.com : Rafiqul Islam : Rafiqul Islam
  4. sardar@mohajog.com : Shahjahan Sardar : Shahjahan Sardar
শনিবার, ২৭ জুলাই ২০২৪, ০৫:৫০ পূর্বাহ্ন

নিরপেক্ষ প্রিজাইডিং-পোলিং কর্মকর্তা চায় বিএনপি

মহাযুগ নিউজ ডেস্ক
  • আপডেট টাইম : বুধবার, ১৪ ডিসেম্বর, ২০১৬
  • ২৪৬ বার

প্রতিবেদক : নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নিরপেক্ষ ‘প্রিজইডিং ও পোলিং অফিসার’ নিয়োগের দাবি জানিয়েছে বিএনপি। এ ছাড়া নির্বাচনে সেনা মোতায়েনেরও দাবি জানিয়েছে তারা। বুধবার বিকালে এক সংবাদ সম্মেলনে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই দাবি করেন।
তিনি আরো বলেন, “ভোটকেন্দ্রে দায়িত্ব পালনের জন্য দলীয় ক্যাডারদের প্রিজাইডিং ও পোলিং অফিসার নিয়োগ এবং নির্বাচনী দায়িত্বে আনসার বাহিনীর নামে দলীয় ক্যাডার বাহিনী নিয়োগ দেওয়ার নানা খবর আমাদের কাছে আসছে ।

তিনি আরো বলেন, নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে সুষ্ঠু নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের জন্য নিরপেক্ষ প্রিজাইডিং পোলিং অফিসার নিয়োগ দিন। কারচুপি ভোট ডাকাতি যাতে না হয় এবং কোনো প্রভাব খাটানোর সুযোগ যাতে না থাকে, সেজন্য যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য কমিশনের প্রতি আহবান জানাচ্ছি।নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এই সংবাদ সম্মেলন হয়

আগামী ২২ ডিসেম্বর অনুষ্ঠেয়  নির্বাচনে মেয়র পদে বিএনপির অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন, আওয়ামী লীগের সেলিনা হায়াৎ আইভীসহ সাতজন, সাধারণ কাউন্সিলর পদে ১৫৬ জন এবং সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৩৭ জন লড়ছেন

ক্ষমতাসীনদের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ করে রিজভী বলেন, “আমরা আগেও বলেছিপ্রধানমন্ত্রী থেকে শুরু করে নৌকার যিনি প্রার্থী আছেন, স্থানীয় সাংসদ আওয়ামী লীগের নেতারা অনেকেই একের পর এক অনিয়ম করেছেন। অভিযোগ করা হয়েছে রিটার্নিং অফিসারের কাছে, তারা কেউ আমলে নেননি, গুরুত্ব দেননি, এটাকে অগ্রাহ্য করেছেন।

দলীয় প্রার্থী সাখাওয়াত হোসেন খানের পক্ষেগণজোয়ারসৃষ্টি হয়েছে দাবি করে তিনি বলেন, “নারায়ণগঞ্জবাসী ধানের শীষের প্রার্থীকে ভোট দিতে ঐক্যবদ্ধ। আমাদের কেন্দ্রীয় স্থানীয় বিএনপি এবং ২০ দলীয় জোটের নেতাকর্মীরা ধানের শীষের প্রার্থীর পক্ষে অবিরাম কাজ করে যাচ্ছেন। যেদিকেই ছুটছেন বিএনপি নেতাকর্মীরা সেদিকেই মিলছে ধানের শীষের পক্ষে ব্যাপক সাড়া।

সরকার যদি কোনো প্রকার কারচুপি, ভোট ডাকাতি কিংবা ইঞ্জিনিয়ারিং না করে তাহলে ধানের শীষের পক্ষে জনগণের ম্যান্ডেট সুনিশ্চিত হবে,” বলেন রিজভী

ভৈরবের কুলিয়ারচরে কিশোরগঞ্জ জেলার নবগঠিত সভাপতি শরীফুল আলমের সংবর্ধনা অনুষ্ঠানে পুলিশি হামলা মিথ্যা মামলা দায়েরের নিন্দা জানান তিনি

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 Mohajog