1. sardardhaka@yahoo.com : adminmoha :
বুধবার, ০৭ জুন ২০২৩, ০১:৫১ পূর্বাহ্ন

ফোর্বসের তালিকায় সেরা ক্ষমতাধর পুতিন, ২য় ট্রাম্প

মহাযুগ নিউজ ডেস্ক
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৫ ডিসেম্বর, ২০১৬
  • ২৫৯ বার

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন সাময়িকী ফোর্বসের বিচারে এবারও বিশ্বের ‘সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি’ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন; তার পরেই আছেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার প্রকাশিত ২০১৬ সালের  এ তালিকায় তৃতীয় অবস্থানে আছেন জার্মান চ্যান্সেলর আঙ্গেলা মার্কেল। ফোর্বসের বিচারে এক ধাপ পিছিয়েছেন তিনি। এরপরই আছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও ভ্যাটিকানের পোপ ফ্রান্সিস।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বর্তমান বিশ্বের নবম ‘ক্ষমতাধর’ ব‌্যক্তি হিসেবে বিবেচনা করছে ফোর্বস।

এই তালিকার শীর্ষ অবস্থানটি টানা তিন বছর ধরে দখল করে আছেন পুতিন। গত বছরের তালিকায় তৃতীয় অবস্থানে থাকা যুক্তরাষ্ট্রের বিদায়ী প্রেসিডেন্ট বারাক ওবামা এবার নেমে গেছেন ৪৮ নম্বরে। গতবারের তালিকায় ট্রাম্প ছিলেন ৭২তম অবস্থানে।

ফোর্বস জানিয়েছে, ৭৪০ কোটি মানুষের এই বিশ্বে ‘মোস্ট পাওয়ারফুল’ ৭৪ জনকে বেছে নিতে তারা চারটি বিষয় বিবেচনা করেছে।

ক্ষমতার বিস্তৃতি, আর্থিক প্রভাব, একাধিক ক্ষেত্রে ক্ষমতাশালী কিনা এবং ক্ষমতার ব্যবহারে কতখানি পারদর্শী- তা বিবেচনা করে ফোর্বস সম্পাদকদের একটি প্যানেল এই তালিকা তৈরি করেছে।

 

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2020 Mohajog