1. sardardhaka@yahoo.com : adminmoha : Sardar Dhaka
  2. nafij.moon@gmail.com : Nafij Moon : Nafij Moon
  3. rafiqul@mohajog.com : Rafiqul Islam : Rafiqul Islam
  4. sardar@mohajog.com : Shahjahan Sardar : Shahjahan Sardar
শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪, ০৯:১৩ পূর্বাহ্ন

মহান বিজয় দিবস

মহাযুগ নিউজ ডেস্ক
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৫ ডিসেম্বর, ২০১৬
  • ২৮৭ বার

প্রতিবেদক :  ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর বাঙালী জাতি পাকিস্তানের হানাদার বাহিনীর বিরুদ্ধে সশস্ত্র ও রক্তক্ষয়ী যুদ্ধে জয়লাভ করে বিজয় ছিনিয়ে আনে। এ দিন পাক হানাদার বাহিনীর সদস্যরা সোহরাওয়ার্দী উদ্যানে আত্মসমর্পণ করতে বাধ্য হয়। পৃথিবীর মানচিত্রে সন্নিবেশিত হয় এক নতুন দেশ, লাল সবুজের বাংলাদেশ।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ধারাবাহিক নেতৃত্বে মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীন হয় বাংলাদেশ। ৯ মাসের রক্ষক্ষয়ী মুক্তিযুদ্ধে ৩০ লক্ষ মানুষকে প্রাণ দিতে হয়। দুই লক্ষ মা-বোনের ইজ্জতহানী হানাদার বাহিনী ও তাদের এদেশীয় সহযোগীরা। ২ কোটি মানুষকে শরনার্থী হয়ে আশ্রয় নিতে হয় ভারতে।

যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস পালনে ব্যাপক কর্মসূচী গ্রহণ করা হয়েছে।  ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিনের কর্মসূচী শুরু হবে। এছাড়া জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন, সম্মিলিত বাহিনীর মনোমুগ্ধকর কুচকাওয়াজ, আলোচনা অনুষ্ঠান, আলোকচিত্র প্রদর্শনীসহ সরকারী বেসরকারীভাবে বিভিন্ন কর্মসূচী গ্রহণ করা হয়েছে।

রাজধানী ঢাকা সহ সারা দেশে বিজয় দিবসের কর্মসূচী পালিত হবে।

 

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 Mohajog