1. sardardhaka@yahoo.com : adminmoha : Sardar Dhaka
  2. nafij.moon@gmail.com : Nafij Moon : Nafij Moon
  3. rafiqul@mohajog.com : Rafiqul Islam : Rafiqul Islam
  4. sardar@mohajog.com : Shahjahan Sardar : Shahjahan Sardar
মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪, ০২:২৬ পূর্বাহ্ন

প্রার্থীদের সহযোগিতায় শান্তিপূর্ণ নির্বাচন হয়েছে : সিইসি

মহাযুগ নিউজ ডেস্ক
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর, ২০১৬
  • ৩১২ বার

প্রতিবেদক : প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও তাদের সমর্থকদের সহযোগিতায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিব উদ্দিন আহমেদ।
তিনি বলেন, ‘কোনও ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ছাড়াই, শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে।’ বৃহস্পতিবার নাসিক নির্বাচন শেষে শেরে বাংলানগরস্থ  ইসি সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
সিইসি বলেন, ‘নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে প্রতিবারই আমরা একই ধরনের পদক্ষেপ নেই। এবারও তা নেওয়া হয়েছে। তবে এবার নির্বাচনি এলাকাটা ছোট ছিল, প্রার্থী ও তাদের সমর্থকদেরও সহযোগিতা পেয়েছি। সব পক্ষের সহযোগিতা পেলে নির্বাচন শান্তিপূর্ণ হয়।’  তিনি বলেন, নির্বাচনে কেউ অশান্তি সৃষ্টি না করলে অশান্তি সৃষ্টির কোনও কারণ নেই। ’ এ সময় তিনি বলেন, ‘নির্বাচন নিয়ে কোনও প্রার্থী বা দল থেকে কোনও অভিযোগ ওঠেনি।’
আওয়ামী লীগ ও বিএনপির দুই মেয়র প্রার্থীর নির্বাচনি ফল মেনে নেওয়ার আগাম ঘোষণা প্রসঙ্গে সিইসি বলেন,  ‘প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও জনগণ যদি রায় মেনে নেয়, তাহলে বিশৃঙ্খলার কোনও সুযোগ থাকে না। আশা করব, দেশের পরবর্তী নির্বাচনগুলোতেও সবাই এভাবেই রায় মেনে নেবে।’
ব্রিফিংকালে ইসি আবদুল মোবারক, আবু হাফিজ, বি. জে. (অব.) জাবেদ আলী,  ইসি সচিব এম আব্দুল্লাহ প্রমুখ।

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 Mohajog