প্রতিবেদক : গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটন হত্যা মামলার দুই সন্দেহভাজন আসামিকে রাজধানীর বাড্ডা থেকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। গ্রেফতারকৃত আসামিরা হলেন আশরাফুল ও জহিরুল।
র্যাব-১ এর কমান্ডিং অফিসার লে. কর্নেল তুহিন মোহাম্মদ মাসুদ গ্রেফতারের তথ্য নিশ্চিত করেছেন।
র্যাব জানায়, আশরাফুল সুন্দরগঞ্জ উপজেলা জামায়াতের আমির হাজী ইউনুসের ছেলে। আর জহিরুল হলো আশরাফুলের সহযোগী। তারা দুজনই লিটনের বোনের দায়ের করা মামলার আসামি। র্যাব জানিয়েছে, আদালতের মাধ্যমে রিমান্ডে নিয়ে তাদের জিজ্ঞাসাবাদ করা হবে।
প্রসঙ্গত, ৩১ ডিসেম্বর সন্ধ্যা ৬টার দিকে সুন্দরগঞ্জ উপজেলার সর্বানন্দ ইউনিয়নের শাহবাজ এলাকায় নিজ বাড়িতে দৃর্বৃত্তদের গুলিতে আহত হন মঞ্জুরুল ইসলাম লিটন। গুরুত্বর আহত অবস্থায় তাকে উদ্ধার করে রংপুর মেডিক্যাল কলেজ (রমেক) হাসপাতালে নেওয়া হলে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তার মৃত্যু হয়। এ ঘটনায় লিটনের বোন তাহমিদা বুলবুল বাদী হয়ে অজ্ঞাত চার থেকে পাঁচ জনকে আসামি করে সুন্দরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন।