আন্তর্জাতিক ডেস্ক : পুত্র অখিলেশ যাদব ও পিতা মুলায়েম সিং যাদবের হাড্ডা- হাড্ডি লড়ায়ের পর ভারতের সমাজবাদী পার্টির সর্বময় ক্ষমতার অধিকারী বর্তমানে অখিলেশ। ফলে কংগ্রেসের সঙ্গে সমাজবাদী পার্টির জোট বাঁধার সম্ভাবনা প্রবলতর হয়ে দেখা দিয়েছে।
অখিলেশ নিজেও জানিছেন, আগামী দুই একদিনের মধ্যে কংগ্রেসের সঙ্গে জোট বাঁধার বিষয়ে সিদ্ধান্ত নেবেন।
উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচনের লড়াইয়ে বাবা মুলায়েমকে সরিয়ে অখিলেশ আসন দখল করেছেন। সাইকেল প্রতীক নিয়ে এবার নির্বাচনে অংশ নিচ্ছেন অখিলেশ। সমাজবাদী পার্টির প্রতিষ্ঠাতা বাবা মুলায়েমকে যদিও টেক্কা দিয়েছেন তবে বাবাকে সঙ্গে নিয়েই রাজনীতির পথে হাঁটতে চান অখিলেশ।
এদিকে মুলায়েম পার্টির কর্তৃত্ব হারানোর পর কংগ্রেসের সঙ্গে সমাজবাদী পার্টির জোট বাঁধা অনেকটাই নিশ্চিত হয়ে গেছে। কারণ কংগ্রেসের সঙ্গে জোট বাঁধায় এতোদিন বিরোধিতা করছিলেন মুলায়েম। ছেলে অখিলেশ কংগ্রেসের সম্পর্কে বেশ আগ্রহী। তাই মনে করা হচ্ছে যে এবার হয়তো সমাজবাদী পার্টি ও কংগ্রেস এক হতে চলেছে।