1. sardardhaka@yahoo.com : adminmoha :
সোমবার, ২০ মার্চ ২০২৩, ০৬:৪০ অপরাহ্ন

প্রবেশপত্র পৌঁছাতে হবে বিশেষ দূতের মাধ‌্যমে, হাইকোর্টের নির্দেশ

মহাযুগ নিউজ ডেস্ক
  • আপডেট টাইম : সোমবার, ২৩ জানুয়ারী, ২০১৭
  • ১৩১ বার

প্রতিবেদক : ময়মনিসংহের গফরগাঁও থানার রওহা হাই স্কুলের ২৯ জন এসএসসি পরীক্ষার্থীর প্রবেশপত্র অবিলম্বে দেওয়ার নির্দেশ দিয়েছে হাই কোর্ট। এক রিটের শুনানি নিয়ে সোমবার বিচারপতি তারিক উল হাকিম ও বিচারপতি এম ফারুকের হাই বেঞ্চ এ আদেশ দেয়।

বিশেষ দূতের মাধ্যমে শিক্ষার্থীদের প্রবেশপত্র ও রেজিস্ট্রেশন কার্ড পৌঁছে দিতে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের মহাপরিচালককে নির্দেশও দেওয়া হয়েছে। আগামী ২ ফেব্রুয়ারি এসএসসি পরীক্ষা শুরু হওয়া কথা রয়েছে।

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী এ বি এম নুরুল ইসলাম। সঙ্গে ছিলেন গিয়াস উদ্দিন আহমেদ ও মহিউদ্দিন মহিম।

গিয়াস উদ্দিন আহমেদ সাংবাদিকদের জানান, নির্ধারিত সময়ে অন্যান্য পরীক্ষার্থীদের মতই রওহা হাই স্কুলের ২৯ এসএসসি পরীক্ষার্থী ফি জমা দেয়। কিন্তু অন্য পরীক্ষার্থীদের প্রবেশপত্র, রেজিস্ট্রেশন কার্ড দেওয়া হলেও ২৯ পরীক্ষার্থীকে তা দেওয়া হয়নি।

“পরে পরীক্ষার্থীরা প্রবেশপত্র, রেজিস্ট্রেশন কার্ড পেতে স্কুলের প্রধান শিক্ষকের আছে লিখিত আবেদন করে। তাদের আবেদনের বিষয়টি প্রধান শিক্ষক সংশ্লিষ্ট বোর্ডকে জানালেও বোর্ড প্রবেশপত্র ও রেজিস্ট্রেশন কার্ড দেয়নি।

“এরপর আইনি নোটিস দিয়ে বোর্ডের সাড়া না মেলায় পরীক্ষার্থীরা হাই কোর্টে রিট করেন।

ওই রিটের শুনানি নিয়ে আদালত আদেশ দেয়।”

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2020 Mohajog