1. sardardhaka@yahoo.com : adminmoha :
বৃহস্পতিবার, ০৮ জুন ২০২৩, ০৮:৫০ অপরাহ্ন

পুঁজিবাজারে মূল্য সংশোধন

মহাযুগ নিউজ ডেস্ক
  • আপডেট টাইম : বুধবার, ২৫ জানুয়ারী, ২০১৭
  • ৩১৪ বার

প্রতিবেদক : দেশের প্রধান বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৮৭ পয়েন্ট কমেছে। আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক কমেছে ২৮০ পয়েন্ট।

এই দরপতনকে মূল্য সংশোধন (কারেকশন) বলছেন বাজার বিশ্লেষকরা।

ডিএসইর সাবেক সভাপতি শাকিল রিজভী  বলেন, “এটা স্বাভাবিক… । অনেক দিন মার্কেট টানা বেড়েছে। কারেকশন (সংশোধন) হওয়াটাই স্বাভাবিক। এটাই মার্কেটের ধর্ম।”

তিনি বলেন, যাদের লাভ হয়েছে তারা মুনাফা নিয়ে (প্রফিট টেকিং) শেয়ার ছেড়ে দিয়েছেন। এতে আতংকিত হওয়ার কিছু নেই।

“এই কারেকশন না হলে মার্কেটে স্বাভাবিক অবস্থা থাকবে না। এখন মার্কেট দাঁড়িয়ে গেল।”

বাজার বিশ্লেষণে দেখা যায়, বুধবার দুই বাজারেই সব ধরনের মূল্য সূচকের পাশপাশি লেনদেন কমেছে। ডিএসইএক্স ৮৭ পয়েন্ট কমে ৫ হাজার ৬২১ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ১৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ২৮৮ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ১২ পয়েন্ট কমে ২ হাজার ২৮ পয়েন্টে দিন শেষ করেছে।
এ বাজারে লেনদেন হয়েছে ১ হাজার ৫২৪ কোটি ৯৩ লাখ টাকার শেয়ার। আগের দিন ২ হাজার ১৩ কোটি ৪৪ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছিল।

ঢাকা স্টক এক্সচেঞ্জে ৩২৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার এদিন হাতবদল হয়। এর মধ্যে দর বেড়েছে ৮৯টির, কমেছে ২২৮টির এবং অপরিবর্তিত রয়েছে ১১টির দর।

সিএসইতে ৮৩ কোটি ৪০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে এদিন। মঙ্গলবার লেনদেন হয়েছিল ১১৯ কোটি ৮২ লাখ টাকার শেয়ার ।

সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ২৮০ পয়েন্ট কমে হয়েছে ১৭ হাজার ৪২৭ পয়েন্ট।

এ বাজারে লেনদেন হয়েছে ২৭৪টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৭৬টির, কমেছে ১৮৭টির এবং অপরিবর্তিত রয়েছে নয়টির দাম।

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2020 Mohajog