1. sardardhaka@yahoo.com : adminmoha :
সোমবার, ২৭ মার্চ ২০২৩, ১২:২৩ অপরাহ্ন

ভারতীয় ট্যুরিস্ট ভিসার আবেদনে ই-টোকেন লাগবে না

মহাযুগ নিউজ ডেস্ক
  • আপডেট টাইম : রবিবার, ২৯ জানুয়ারী, ২০১৭
  • ১৫৫ বার

প্রতিবেদক : ভারত ভ্রমণে বিমান, বাস বা ট্রেনের টিকেট থাকলে কোনো বাংলাদেশিকেই আর দেশটিতে ট্যুরিস্ট ভিসার আবেদন জমা দিতে ই-টোকেন বা আগে অনলাইনে সাক্ষাতের তারিখ নেওয়ার দরকার হবে না।
আগামী ১ ফেব্রুয়ারি থেকে বাংলাদেশে ভারতের সব ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারে ট্যুরিস্ট ভিসার জন্য টিকেটসহ সরাসরি আবেদন জমা দেওয়া যাবে। তবে ভ্রমণের তারিখ ভিসা আবেদনপত্র জমা দেওয়ার এক মাসের মধ্যে হতে হবে বলে রোববার ভারতীয় হাই কমিশনের এক বিবৃতিতে জানানো হয়েছে।

পাইলট প্রকল্প হিসেবে গত অক্টোবরে শুধু নারীদের জন্য ই-টোকেন ছাড়া ট্যুরিস্ট ভিসার আবেদন জমা চালু করা হয়েছিল। পরে ১ জানুয়ারি থেকে ঢাকায় সব বাংলাদেশি ট্যুরিস্ট ভিসা প্রত্যাশীর জন্য এটা চালু করা হয়।

এখন বাকি আট ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার- রাজশাহী, রংপুর, সিলেট, চট্টগ্রাম, খুলনা, যশোর, ময়মনসিংহ ও বরিশালে তা চালু করা হল। ভারতীয় ভিসা পাওয়ার প্রক্রিয়া ‘সহজ করতে চলমান উদ্যোগের’ অংশ হিসেবে এটা করা হয়েছে বলে হাই কমিশন জানিয়েছে।

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2020 Mohajog