1. sardardhaka@yahoo.com : adminmoha :
বৃহস্পতিবার, ০৮ জুন ২০২৩, ০৯:৫৬ অপরাহ্ন

মিয়ানমারে এনএলডি’র আইন উপদেষ্টা খুন

মহাযুগ নিউজ ডেস্ক
  • আপডেট টাইম : সোমবার, ৩০ জানুয়ারী, ২০১৭
  • ১৮৪ বার

আন্তর্জাতিক ডেস্ক : মিয়ানমারে ন্যাশনাল লিগ ফর ডেমোক্র্যাসির (এনএলডি) সুপরিচিত আইন উপদেষ্টা ইউ কো নি আততায়ীর গুলিতে নিহত হয়েছেন।  প্রেসিডেন্টের কার্যালয় থেকে এক বিবৃতিতে বলা হয়, রোববার বিকাল সাড়ে চারটার দিকে ইয়াংগুন আন্তর্জাতিক বিমাবন্দরের কার পার্কিং এলাকায় অপেক্ষা করার সময় মাথায় গুলিবিদ্ধ হয়ে তিনি খুন হন। সরকারি একটি দলের সঙ্গে ইন্দোনেশিয়া সফর শেষে তিনি দেশে ফিরেছিলেন।

সন্দেহভাজন এক বন্দুকধারীকে পুলিশ গ্রেপ্তার করেছে।

পুলিশ জানায়, ৫৩ বছর বয়সী ওই ব্যক্তি মান্দালাইয়ের বাসিন্দা। ইউ কো নিকে গুলি করে পালিয়ে যাওয়ার সময় সে তার নাইনএমএম পিস্তল দিয়ে একজন ট্যাক্সি চালককেও গুলি করেছে।

দেশটির তথ্য মন্ত্রণালয়ের স্থায়ী সচিব উ মিও মিন্ত মাউং স্থানীয় দৈনিক ইরাবতিকে বলেন, ২১ সদস্যের একটি দলের সঙ্গে ইন্দোনেশিয়া সফরে গিয়েছিলেন ইউ কো নি। ওই দলে তথ্যমন্ত্রী ইউ পে মিন্ত, স্বরাষ্ট্র উপমন্ত্রী এবং আরাকান রাজ্যের গৃহমন্ত্রীও ছিলেন।

মুসলিম আইনজীবী ইউ কো নি ২০০৮ সালে গঠন করা মিয়ানমারের বিতর্কিত সংবিধান বিষয়ক একজন বিশেষজ্ঞ।

অর্ধ-শতাব্দীর বেশি সময় পর ২০১৬ সালে নির্বাচনের মাধ্যমে মিয়ানমারের ক্ষমতায় আসে নোবেল শান্তি পুরস্কার বিজয়ী অং সান সু চির দল ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসি (এনএলডি)।

ক্ষমতা গ্রহণের পর এনএলডি দেশটির সংবিধান সংশোধনের যে কাজ শুরু করেছে সেখানেও গুরুপূর্ণ ভূমিকা পালন করছিলেন ইউ কো নি।

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2020 Mohajog