স্পোর্টস ডেস্ক : ইতিহাসে সর্বকালের অন্যতম সেরা ফুটবলার দিয়েগো ম্যারাডোনা। ১৯৮৬ সালে প্রায় একক প্রচেষ্ঠায় আর্জেন্টিনাকে বিশ্বকাপ শিরোপা এনে দেন তিনি। কিন্তু ক্যারিয়ারের শুরু থেকে নানা বিতর্কের জন্ম দিয়েছেন। নানা ধরনের মন্তব্য ও সমালোচনা করা যেন তার অভ্যাস। মাঠের বাইরে ব্যক্তিগত জীবনে নারী কেলেঙ্কারী ও মাদক গ্রহণ করে বারবার হয়েছে খবরের শিরোনাম। মাদক গ্রহণের দায়ে ১৯৯১ সালে ১৫ মাসের জন্য নিষিদ্ধও হন তিনি। জীবনের নানা বিতর্কিত কাজের মধ্যে মাদক গ্রহণকে সবচেয়ে খারাপ কাজ বলে উল্লেখ করলেন তিনি। ৫৬ বছর বয়সে এসে ভুল স্বীকার করলেন তিনি। মাদক গ্রহণ জীবনের সবচেয়ে বড় ভুল ছিল বলে স্বীকার করলেন ম্যারাডোনা। সম্প্রতি চ্যানেল ফাইভকে এক সাক্ষাৎকার দিয়েছেন আর্জেন্টিনার এ ফুটবল কিংবদন্তি। সেখানে তিনি বলেন, ‘২৪ বছর বয়সে যখন আমি বার্সেলোনায় ছিলাম তখন থেকেই মাদক নেয়া শুরু করি। এটা ছিল আমার জীবনে সবচেয়ে বড় ভুল। যখন আমি কোমায় ছিলাম তখন আমার মেয়ে বলছিল- আমি যেন তার সঙ্গে থাকি। ঈশ্বরকে ধন্যবাদ আমি তার কথা শুনে জেগে উঠেছিলাম।’ অর্থ, নারী এবং মাদক- এরমধ্যে কোনটি একটি জীবন ধ্বংস করে দেয়, এমন প্রশ্ন করা হয় ম্যারাডোনাকে। জবাবে তিনি বলেন, ‘সবচেয়ে বড় সমস্যা…। হ্যা, সবচেয়ে বড় সমস্যা মাদক। এটা মানুষকে মেরে ফেলে। আমি খুবই ভাগ্যবান যে আপনার সঙ্গে এখন কথা বলছি। আমি যদি মাদক গ্রহণ অব্যাহত রাখতাম তবে নিশ্চিত আমি এতদিন মারা যেতাম।’