1. sardardhaka@yahoo.com : adminmoha :
সোমবার, ২০ মার্চ ২০২৩, ০৬:৪২ অপরাহ্ন

সুপ্রিম কোর্টের শূন‌্য পদে নিল গর্সেচকে বেছে নিলেন ট্রাম্প

মহাযুগ নিউজ ডেস্ক
  • আপডেট টাইম : বুধবার, ১ ফেব্রুয়ারী, ২০১৭
  • ২৫৫ বার

আন্তর্জাতিক ডেস্ক :  যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের শূন‌্য পদের জন‌্য কলোরাডো অঙ্গরাজ‌্যের ফেডারেল আপিল আদালতের বিচারক নিল গর্সেচকে মনোনীত করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।  তার এই মনোনয়ন সিনেটের অনুমোদন পেলে ৪৯ বছর বয়সী গর্সেচ মৃত বিচারক আন্তোনিন স্কালিয়ার শূন‌্য পদ পূরণ করবেন।

মঙ্গলবার হোয়াইট হাউসের ইস্ট রুমে দেওয়া এক বক্তৃতায় প্রেসিডেন্ট ট্রাম্প গর্সেচের মনোনয়নের কথা ঘোষণা করেন বলে জানিয়েছে বিবিসি।

এ সময় ট্রাম্প বলেন, “বিচারক গর্সেচ চমৎকার বুদ্ধিবৃত্তি সম্পন্ন, আইন সম্পর্কে তার পড়াশোনা অতুলনীয় এবং সংবিধানের টেক্সট অনুযায়ী ব‌্যাখ‌্যা দেওয়ার বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ।

“তার আইনী দক্ষতা অসাধারণ, দীপ্ত মনের এই বিচারকের ভীষণ শৃঙ্খলাপরায়ণ এবং তিনি দুদলের সমর্থনই অর্জন করেছেন।”

ট্রাম্পের এসব বক্তব‌্য সত্বেও সিনেটের ডেমোক্রেটিক নেতা জানিয়েছেন, মনোনীত এই বিচারক সম্পর্কে তার ‘গুরুতর সন্দেহ’ আছে।

গর্ভপাত থেকে শুরু করে আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণের মতো যুক্তরাষ্ট্রের খুব স্পর্শকাতর বিষয়গুলোর অধিকাংশের ব‌্যাপারেই সুপ্রিম কোর্টের কথাই শেষ কথা। তাই সুপ্রিম কোর্টের শূন‌্য পদে ট্রাম্পের এই মনোনয়ন খুব গুরুত্ববহ।

এই মনোনয়ন গ্রহণ করে বিচারক গর্সেচ বলেছেন, “আমি খুব সম্মানিত বোধ করছি।”

নির্বাচনী প্রচারণার সময় ট্রাম্প ২১ জন পছন্দের বিচারকের যে সংক্ষিপ্ত তালিকা দিয়েছিলেন তার মধ‌্য থেকেই গর্সেচকে বেছে নিয়েছেন।

ট্রাম্পের এই ঘোষণার পরপরই যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের বাইরে তার এই মনোনয়নের বিরুদ্ধে প্রতিবাদ বিক্ষোভ হয়েছে।

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2020 Mohajog