1. sardardhaka@yahoo.com : adminmoha :
শুক্রবার, ০৯ জুন ২০২৩, ১১:২৫ অপরাহ্ন

স্কুলছাত্রী কনিকা হত্যা: মালেকের ফাঁসির রায়

মহাযুগ নিউজ ডেস্ক
  • আপডেট টাইম : বুধবার, ১ ফেব্রুয়ারী, ২০১৭
  • ৩২২ বার

প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় স্কুলছাত্রী কনিকা রানী ঘোষকে কুপিয়ে হত্যার মামলায় আসামি আব্দুল মালেকের ফাঁসির রায় দিয়েছে আদালত। ঘটনার আট মাসের মধ্যে বিচারিক প্রক্রিয়া শেষে দেওয়া এ রায়ে আরেকটি ধারায় আসামিকে আরও ২৩ বছরের কারাদণ্ডসহ ১০ হাজার টাকা জরিমানা করেছে আদালত।

চাঁপাইনবাবগঞ্জ শিশু আদালতের বিচারক অতিরিক্ত জেলা ও দায়রা জজ জিয়াউর রহমান আসামির উপস্থিতিতে বুধবার এ রায় ঘোষণা করেন।

মামলার সংক্ষিপ্ত বিবরণে বলা হয়েছে, ২০১৬ সালের ২৭ মে সকালে ধাইনগর গ্রামের লক্ষ্মণ ঘোষের মেয়ে কনিকা রানীসহ চার স্কুলছাত্রী প্রাইভেট পড়ে বাড়ি ফিরছিলেন। পথে মহিপুর এলাকায় আব্দুল মালেক (২৮) তাদের ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করেন।

স্থানীয়রা তাদের উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক কনিকা রানীকে মৃত ঘোষণা করেন।

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2020 Mohajog