1. sardardhaka@yahoo.com : adminmoha :
বুধবার, ০৭ জুন ২০২৩, ০২:০২ পূর্বাহ্ন

বিচারকের প্রতি খালেদার অনাস্থা

মহাযুগ নিউজ ডেস্ক
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারী, ২০১৭
  • ২২৬ বার

প্রতিবেদক : জিয়া এতিমখানা ট্রাস্ট দুর্নীতি মামলায় বিচারকের প্রতি অনাস্থা এবং এ মামলার পুনঃতদন্ত চেয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার দুটি আবেদন খারিজ করে দিয়েছে আদালত। তবে খালেদার সময়ের আবেদন মঞ্জুর করে জিয়া এতিমখানা ট্রাস্ট ও জিয়া দাতব‌্য ট্রাস্ট দুর্নীতি মামলায় তার আত্মপক্ষ সমর্থনের শুনানির জন্য ৯ ফেব্রুয়ারি নতুন তারিখ দিয়েছেন বিচারক।

ঢাকার তৃতীয় বিশেষ জজ আদালতে বিচারক আবু আহমেদ জমাদার বৃহস্পতিবার এ আদেশ দেন।

পুরান ঢাকার বকশীবাজারে বিশেষ জজ আদালতের অস্থায়ী এজলাসে বেলা সাড়ে ১১টা থেকে বিকাল সোয়া ৪টা পর্যন্ত খালেদার আবেদন নিয়ে দুই পক্ষের আইনজীবীদের তুমুল হট্টগোল চলে।

খালেদার পক্ষে শুনানিতে অংশ নেন আইনজীবী আব্দুর রেজাক খান, মাহবুব উদ্দিন খোকনসহ কয়েকজন। অন‌্যদিকে দুদকের পক্ষে শুনানি করেন মোশাররাফ হোসেন কাজল।

বিকালে আদালত নেমে যাওয়ার পর কাজল বলেন, “আদালত পিটিশন রিজেক্ট করেছে। ৯ ফেব্রুয়ারি শুনানির নতুন তারিখ রাখা হয়েছে।”

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2020 Mohajog