1. sardardhaka@yahoo.com : adminmoha :
সোমবার, ২০ মার্চ ২০২৩, ০৬:৩৭ অপরাহ্ন

সাংবাদিক শিমুল হত্যা: আ. লীগ নেতাকে রিমান্ডের আবেদন

মহাযুগ নিউজ ডেস্ক
  • আপডেট টাইম : রবিবার, ৫ ফেব্রুয়ারী, ২০১৭
  • ১৪২ বার

প্রতিবেদক : সিরাজগঞ্জের শাহজাদপুরে সাংবাদিক শিমুল হত্যা মামলায় গ্রেপ্তার এক আওয়ামী লীগ নেতাকে জিজ্ঞাসাবাদের জন্য রিমাণ্ডে নেওয়ার আবেদন করেছে পুলিশ। রোববার বিকালে সিরাজগঞ্জের মুখ্য বিচারিক হাকিম আদালতে এ আবেদন করা হয় বলে মামলার তদন্ত কর্মকর্তা কমল দেবনাথ জানান। তিনি আরো বলেন, উপজেলা আওয়ামী লীগের সদস্য কে এম নাসির উদ্দিনকে হাকিম হাসিবুল হকের আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের হেফাজতে (রিমান্ড) নেওয়ার আবেদন করা হয়।

বিচারক আগামী ১৩ ফেব্রুয়ারি রিমান্ড শুনানির দিন ধার্য করে তাকে জেলহাজতে পাঠানো আদেশ দিয়েছেন বলে কমল জানান।

এদিকে, শাহজাদপুর পৌর মেয়র হারিমুল হক মিরুর বাড়ি থেকে তার জাতীয় পরিচয়পত্র ও দুইটি পাসপোর্ট জব্দ করেছে পুলিশ।

বৃহস্পতিবার আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষের মধ্যে গুলিবিদ্ধ হন সমকালের সিরাজগঞ্জের শাহজাদপুর প্রতিনিধি আব্দুল হাকিম শিমুল। চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার তার মৃত্যু হয়।

নিহত শিমুলের স্ত্রী ওই ঘটনায় একটি হত‌্যা মামলা দায়ের করেছেন, যাতে শাহজাদপুর পৌর মেয়র হালিমুল হক মিরু, তার ভাই মিন্টুসহ ১৮ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয় ২০ থেকে ২৫ জনকে আসামি করা হয়েছে।

এছাড়া ছাতলীগ নেতা বিজয়কে মারধরের ঘটনায় তার চাচা এরশাদ আলী বাদী হয়ে আরেকটি মামলা করেছেন, সেখানে মিরু, তার ভাই পিন্টু ও মিন্টুসহ ১১ জনের নাম উল্লেখ করা হয়।

দুই মামলায় পুলিশ উপজেলা আওয়ামী লীগের সদস্য কে এম নাসির উদ্দিনসহ সাতজনকে গ্রেপ্তার করলেও মেয়র মিরু পলাতক বলে শাহজাদপুর থানার ওসি রেজাউল হক জানান।

শহাজাদপুর থানার পরিদর্শক মনিরুল ইসলাম জানান, মেয়রের মিরুর বাড়ি থেকে বিকাল ৩টার দিকে তার জাতীয় পরিচয়পত্র ও তার দুইটি পাসপোর্ট জব্দ করেছে পুলিশ।

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2020 Mohajog