আন্তর্জাতিক ডেস্ক : ট্রাম্পের মুখাবয়বের মতো দেখতে একটি ৭০০ বছরের পুরনো মূর্তি ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। চতুর্থ শতাব্দীর একটি ক্যাথেড্রালের ছাদের পানি নিষ্কাশনের জন্য ব্যবহৃত একটি নর্দমা মুখের সঙ্গে ট্রাম্পের চেহারা ও হেয়ারস্টাইল প্রায় মিলে গেছে বলে দাবি করা হচ্ছে। অতীতে কিম্ভূতকিমাকার মানুষ কিংবা পশু-পাখির মুখমণ্ডল ব্যবহার করে পাথর দিয়ে ওইসব নর্দমার মুখ তৈরি করা হতো।
ব্রিটিশ সংবাদমাধ্যম ইন্ডিপেনডেন্টের প্রতিবেদনে বলা হয়, যুক্তরাজ্যের নটিংহামশায়ারের সাউথওয়েল মিনস্টার ক্যাথেড্রালে পুরনো ওই নর্দমা মুখটির সন্ধান পাওয়া গেছে। গত বছরের আগস্টে টুইটারে সর্বপ্রথম ট্রাম্প সদৃশ নর্দমা মুখটি ছড়িয়ে পড়ে। ছবিটি প্রথম পোস্ট করেন ব্রিটিশ লেখক ও সম্প্রচারকর্মী সামিরা আহমেদ।
আরেক ব্রিটিশ সংবাদমাধ্যম মিরর জানায়, সামিরা লন্ডনের বাসিন্দা এবং তিনি বিবিসি রেডিওর ফোর এস ফ্রন্ট রো অনুষ্ঠানের উপস্থাপক। পরিবারের সঙ্গে ছুটি কাটাতে নটিংহামশায়ারে গিয়েছিলেন সামিরা। সেখানেই সন্ধান মিলে ওই নর্দমা মুখের। তিনি বলেন, ‘পুরনো চার্চের দিকে আমার স্বামীর মন আটকে গেল এবং বললো আমাদেরকে থামতে হবে। আমি ভাবলাম রহস্যময় কিছু কিন্তু দেখলাম সবই ঠিক ঠাক আছে। এটাকে খুব আধুনিক দেখাচ্ছিল এবং আমি মুগ্ধ হলাম।’
আগস্টে সামিরা মূর্তিটির মূল ছবি টুইট করার পর দেখেন, তার টুইটটি ৫০০ বারেরও বেশি রিটুইট হয়েছে।
ক্যাথেড্রালের ধর্মযাজক নিজেল কোটেন বলেন, ‘ওই মাথাটি আমরা আগে থেকেই দেখেছি। কিন্তু এটির চুল যে ডোনাল্ড ট্রাম্পের হেয়ারস্টাইলের মতো তা আগে কখনও খেয়াল করা হয়নি। সত্যিই, হেয়ারস্টাইল একইরকমের।’