1. sardardhaka@yahoo.com : adminmoha : Sardar Dhaka
  2. nafij.moon@gmail.com : Nafij Moon : Nafij Moon
  3. rafiqul@mohajog.com : Rafiqul Islam : Rafiqul Islam
  4. sardar@mohajog.com : Shahjahan Sardar : Shahjahan Sardar
শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২:২৭ অপরাহ্ন

প্লট দুর্নীতি : রাজউকের সাবেক চেয়ারম্যান ও পারটেক্স পরিচালক গ্রেপ্তার

মহাযুগ নিউজ ডেস্ক
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৯ ফেব্রুয়ারী, ২০১৭
  • ১৮৬ বার

প্রতিবেদক : পূর্বাচল আবাসিক প্রকল্পে প্লট বরাদ্দে দুর্নীতির এক মামলায় রাজউকের সাবেক চেয়ারম্যান সাবেক সচিব ইকবালউদ্দিন চৌধুরী এবং পারটেক্স গ্রুপের চেয়ারম্যান এমএ হাসেমের ছেলে শওকত আজিজকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন। এর মধ‌্যে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সাবেক সচিব ইকবালউদ্দিন চৌধুরীকে বৃহস্পতিবার ঢাকার পরীবাগ থেকে গ্রেপ্তার করা হয়। আর পারটেক্স গ্রুপের পরিচালক শওকত আজিজকে গ্রেপ্তার করা হয় গুলশান থেকে।

দুদকের উপ পরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য জানিয়েছেন, মতিঝিল থানায় দুদকের দায়ের করা একটি মামলায় ইকবাল ও শওকত আজিজকে গ্রেপ্তার করা হয়।

ইকবালউদ্দিন চৌধুরী ২০০১ থেকে ২০০৪ পর্যন্ত সময়ে রাজউকের চেয়ারম্যান ছিলেন। আর শওকত আজিজ ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের (ইউসিবিএল) পরিচালক, অ্যাম্বার প্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালকের দায়িত্বে আছেন।

মতিঝিল থানার ওসি ওমর ফারুক জানান, মোট আটজনকে আসামি করে বুধবার ওই মামলা করে দুদক।

মামলার অপর আসামিরা হলেন- এমএ হাসেমের আরেক ছেলে আশফাক আজিজ, রাজউকের সাবেক সদস‌্য এসডি ফয়েজ, একেএম ওয়াহেদুল ইসলাম, এস এম জাফরুল্লাহ, এইচএম জহিরুল হক ও রেজাউল করিম তরফদার।

মামলার অভিযোগে বলা হয়, আসামিরা পরষ্পর যোগসাজশে শওকত আজিজ ও আশফাক আজিজের নামে পূর্বাচলে ১০ কাঠা করে ২০ কাঠার দুটি প্লট বরাদ্দ দেন, যাতে রাষ্ট্রের ক্ষতি হয়েছে।

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 Mohajog