1. sardardhaka@yahoo.com : adminmoha :
বৃহস্পতিবার, ০৮ জুন ২০২৩, ০৯:৩১ অপরাহ্ন

বিমান পরিচালনায় কেউ বাধা দিলে মৃত্যুদণ্ড

মহাযুগ নিউজ ডেস্ক
  • আপডেট টাইম : সোমবার, ১৩ ফেব্রুয়ারী, ২০১৭
  • ১৭৩ বার

প্রতিবেদক: বিমান চলাচলে বাধার সৃষ্টি করলে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান রেখে ‘বেসামরিক বিমান চলাচল আইন-২০১৭’ এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ আইনের খসড়ার অনুমোদন দেওয়া হয়।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের বলেন, কোনো ব্যক্তি বিমান চলাচলে বিঘ্ন সৃষ্টি করলে যাবজ্জীবন কারাদণ্ড এবং অনধিক পাঁচ কোটি টাকা জরিমানা, এমনকি সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডও হবে।

আইনের খসড়ায় মৃত্যুদণ্ডের বিষয়টি না থাকলেও নতুন করে বিষয়টি সংযোজিত করা হয়েছে বলে জানান মন্ত্রিপরিষদ সচিব।

এ ছাড়া বিমান চলাচলে আলোক প্রক্ষেপণসহ কারিগরি বিষয়ে হস্তক্ষেপ করলে বা বাধা দিলে অনধিক যাবজ্জীবন কারাদণ্ড ও পাঁচ কোটি টাকা জরিমানা বা উভয় দণ্ডে দণ্ডিত হবেন।

নতুন এ আইন অনুসারে, কেউ বাংলাদেশের আকাশসীমা লঙ্ঘন করলে সাত বছরের কারাদণ্ডে দণ্ডিত হবেন।

এ ছাড়া ড্রোন ও গ্লাইডারসহ উড্ডয়নরত সব ধরনের যন্ত্রকে এই আইনের আওতায় আনা হয়েছে।

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2020 Mohajog