1. sardardhaka@yahoo.com : adminmoha :
সোমবার, ২৭ মার্চ ২০২৩, ০১:১২ অপরাহ্ন

এসএসসি’র প্রশ্নফাঁস: জড়িত সন্দেহে রাজধানীতে গ্রেপ্তার ৬

মহাযুগ নিউজ ডেস্ক
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারী, ২০১৭
  • ২২০ বার

প্রতিবেদক: এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ঢাকায় ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম শাখার উপ-কমিশনার মো. মাসুদুর রহমান জানান, সোমবার ঢাকার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

তবে তাদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে প্রকাশ করেননি এই পুলিশ কর্মকর্তা।

মাসুদুর রহমান সাংবাদিকদের বলেন, মঙ্গলবার সংবাদ সম্মেলন করে এ বিষয়ে বিস্তারিত তথ‌্য প্রকাশ করা হবে।

রবিবার অনুষ্ঠিত ওই পরীক্ষার আগেই হোয়াটসঅ‌্যাপে পাওয়া প্রশ্নের হুবহু মিল পাওয়ার বিষয়টি নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রচারের পর তা নিয়ে ব‌্যাপক তোলপাড় চলছে।

সোমবার সন্ধ্যায় শিক্ষামন্ত্রী সাংবাদিকদের জানান, পরীক্ষার আগে প্রশ্ন ফাঁসের প্রমাণ পাওয়া গেলে পরীক্ষা বাতিল করা হবে। এরই মধ্যে ৬জনকে গ্রেপ্তার করলো পুলিশ।

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2020 Mohajog