1. sardardhaka@yahoo.com : adminmoha :
শুক্রবার, ০৯ জুন ২০২৩, ১০:৫৬ অপরাহ্ন

কাশ্মীরে বন্দুকযুদ্ধে ৩ ভারতীয় সেনা নিহত, আহত ১৫

মহাযুগ নিউজ ডেস্ক
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারী, ২০১৭
  • ২২৫ বার

আন্তর্জাতিক ডেস্ক: জম্মু-কাশ্মীরের বন্দিপোরায় নিয়ন্ত্রণ রেখা বরাবর সেনা-জঙ্গি বন্দুকযুদ্ধে তিন ভারতীয় সেনা নিহত এবং আহত হয়েছে আরো ১৫ জন। বন্দুকযুদ্ধে এক জঙ্গির মৃত্যু হয়েছে বলে জানা গেছে।

আহতদের শ্রীনগরের একটি সেনা হাসপাতালে নেয়া হয়েছে। এর মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

মঙ্গলবার ভোরে উত্তর কাশ্মীরের বন্দিপোরায় এ ঘটনা ঘটে।

গোপন সংবাদের ভিত্তিতে জম্মু কাশ্মীরের বন্দিপোরার একটি বাড়িতে পুলিশ ও সেনা বাহিনী যৌথ অভিযান শুরু করে। এসময় লুকিয়ে থাকা জঙ্গিরা এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে। যৌথ বাহিনীও পাল্টা গুলি চালায়। প্রথমিক বন্দুকযুদ্ধে ৫ সেনা ও ৪ পুলিশ আহত হয়।

জঙ্গিরা বেষ্টনী ভাঙ্গার চেষ্টা করে। এসময় আটকা পড়া এক জঙ্গিকে হত্যা করা হয়।

এদিকে গুলির লড়াইয়ের সময় হিলাল আহমদ নামে এক বেসামরিক লোক আহত হয়েছেন।

সূত্র: কাশ্মীর লাইফ

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2020 Mohajog