1. sardardhaka@yahoo.com : adminmoha :
সোমবার, ২০ মার্চ ২০২৩, ০৭:২৮ অপরাহ্ন

প্রধানমন্ত্রীর বক্তব‌্যে খালেদার বিচার প্রভাবিত হবে : ফারুক

মহাযুগ নিউজ ডেস্ক
  • আপডেট টাইম : শনিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০১৭
  • ১৫১ বার

প্রতিবেদক : খালেদা জিয়ার মামলা নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব‌্যে বিচার প্রভাবিত হতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন বিএনপি নেতা জয়নাল আবদিন ফারুক। বিচারাধীন একটি বিষয় নিয়ে সরকার প্রধানের বক্তব‌্য দেওয়া নিয়ে প্রশ্ন তুলে শনিবার ঢাকায় জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধন কর্মসূচিতে বক্তব‌্যে এই শঙ্কার কথা জানান তিনি।

খালেদার বিরুদ্ধে জিয়া এতিমখানা ট্রাস্ট দুর্নীতির মামলার প্রসঙ্গ ধরে প্রধানমন্ত্রী শুক্রবার মিউনিখে এক অনুষ্ঠানে বলেছিলেন, “যদি সত্যি কোর্টের কাছে এভিডেন্স থাকে চুরি করেছে, তাহলে শাস্তি হবে।”

বিএনপি চেয়ারপারসন ‘এতিমদের টাকা চুরি করে খেয়েছেন’ বলেও মন্তব‌্য করেন তিনি।

ও্ই বক্তব‌্য ধরে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস‌্য ফারুক বলেন, “এতে বোঝা যায়, মাননীয় প্রধানমন্ত্রী যদি বিচার বিভাগকে প্রভাবিত করেন, তাহলেই তো খালেদা জিয়াকে শাস্তি ভোগ করতে হবে।

“রায়ের আগেই দলীয় ফোরামে প্রধানমন্ত্রী হিসেবে আপনি (শেখ হাসিনা) এরকম বক্তব্য দেন, সেটা কী সঠিক হল।”

“যদি স্বাধীন বিচার বিভাগ ও নিরপেক্ষ বিচারক হয়ে থাকেন, তাহলে নিশ্চয়ই বেগম খালেদা জিয়া আইনজীবীর মাধ্যমে যেসব বক্তব্য তুলে ধরেছেন, সেই বক্তব্যে প্রমাণিত হবে, অর্থলুটের সাথে তার কোনো সম্পর্ক নাই,” বলেন ফারুক।

জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের উদ্যোগে ‘নির্বাচন কমিশন, সহায়ক সরকার ও গ্রহণযোগ্য নির্বাচন’র দাবিতে মানববন্ধনে বক্তব‌্য রাখেন ফারুক।

নতুন ইসির অধীনে সুষ্ঠু নির্বাচন হবে না দাবি করে তিনি বলেন, “সরকারকে বলব, নির্বাচনকালীন সহায়ক সরকারের দাবি মেনে নিন। দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার পথ সুগম করুন।”
এদিকে খালেদা জিয়ার বিরুদ্ধে করা মামলাগুলোর উদ্দেশ‌্য নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস‌্য গয়েশ্বর চন্দ্র রায়।

জাতীয়তাবাদী তাঁতী দলের ৩৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সকালে সংগঠনের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদের নেতৃত্বে নেতাকর্মীদের নিয়ে জিয়াউর রহমানের কবরে ফুল দেন তিনি।

তখন গয়েশ্বর সাংবাদিকদের বলেন, “বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে যে মামলা দেওয়া হয়েছে, তা উদ্দেশ্যবিহীন মামলা নয়, এটা সরকার রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে করেছে।”

একই অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে মামলাগুলো প্রত‌্যাহার হলেও বিএনপি চেয়ারপারসনের বিরুদ্ধে মামলাগুলো সচল থাকাকে নিজের বক্তব‌্যের পক্ষে যুক্তি হিসেবে দেখান তিনি।

গয়েশ্বর বলেন, “সরকারি দল ও বিরোধী দলের ক্ষেত্রে আইনের দুই রকম প্রয়োগ হচ্ছে। বিরোধী দলের নেতা হলে জামিন পাই না, আমাদের জেলে যেতে হয়। আর একজন মন্ত্রী আছেন, তাদের বিরুদ্ধে ক্রিমিনাল অফেন্সে হাই কোর্টে রায় আছে, তারপরও স্বপদে বহাল আছেন।”

বাঘাইছড়িতে শনিবার চলমান পৌরসভা নির্বাচন নিয়ে গয়েশ্বর বলেন, “আগের হাল যেদিকে যায়, পেছনের হাল তো সেদিকেই যায়। নতুন করে এই কমিশন থেকে আমরা কিছু প্রত্যাশা করি না।”

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2020 Mohajog