1. sardardhaka@yahoo.com : adminmoha :
রবিবার, ২৮ মে ২০২৩, ০৪:৩৭ অপরাহ্ন

নারায়ণগঞ্জে ‘বন্দুকযুদ্ধে’ ২ জন নিহত

মহাযুগ নিউজ ডেস্ক
  • আপডেট টাইম : বুধবার, ২২ ফেব্রুয়ারী, ২০১৭
  • ৩২৩ বার

প্রতিবেদক :  নারায়ণগঞ্জে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে দুইজন নিহত হয়েছেন; আহত হয়েছেন এক পুলিশ সদস্য। বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ফতুল্লার পাগলায় এ ঘটনা ঘটে বলে ফতুল্লা মডেল থানার ওসি কামাল উদ্দিন জানান।

নিহতরা হলেন মোক্তার ওরফে কিলার মোক্তার ও তার সহযোগী মানিক। আহত এসআই আব্দুল আজিজকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

ওসি বলেন, পাগলার শাহীবাজার এলাকায় মোক্তার অবস্থান করছে খবর পেয়ে পুলিশ সেখানে অভিযান চালায়। ওই সময় মোক্তার ও তার সহযোগী মানিক গুলি চালালে এএসআই আব্দুল আজিজের পায়ে গুলিবিদ্ধ হয়।

“ওই সময় পুলিশও পাল্টা গুলি চালালে মোক্তার ও মানিক নিহত হন।”

ঘটনাস্থল থেকে একটি পিস্তল, একটি রিভলবার ও সাত রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে বলে তিনি জানান।

ওসি বলেন, মোক্তারের বিরুদ্ধে হত্যা, ডাকাতিসহ অন্তত পাঁচটি এবং মানিকের বিরুদ্ধে অন্তত তিনটি মামলা রয়েছে।

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2020 Mohajog