1. sardardhaka@yahoo.com : adminmoha :
শুক্রবার, ০৯ জুন ২০২৩, ১১:৫৫ অপরাহ্ন

ব্রিটিশ পার্লামেন্টে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন

মহাযুগ নিউজ ডেস্ক
  • আপডেট টাইম : বুধবার, ২২ ফেব্রুয়ারী, ২০১৭
  • ১৩৯ বার

নিউজ ডেস্ক: শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের অনুষ্ঠান পালন করেছে যুক্তরাজ্যের পার্লামেন্ট। বুধবার লন্ডনের হাউজ অব কমন্সে অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শ্রমিক দলের এমপি স্যার জোসেফ এ্যালান মিল এবং ‘প্রাইড অব মাদার টাং-ইউকে’ নামের একটি সংগঠন এই অনুষ্ঠানের আয়োজন করেন।

ঢাকায় পাওয়া এক খবরে জানা গেছে, যুক্তরাজ্যের শ্রমিক দলের এমপি স্যার জোসেফ এ্যালান মিল এবং ‘প্রাইড অব মাদার টাং-ইউকে’ নামের একটি সংগঠন এ অনুষ্ঠানের আয়োজন করে।

এতে বক্তব্য রাখেন- স্যার এ্যালান মিল এমপি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতনি টিউলিপ রিজোয়ান সিদ্দিক এমপি ও যুক্তরাজ্যের বাংলাদেশ হাইকমিশনার নাজমুল কুয়াওনাইন।

তারা বাংলাকে মাতৃভাষা হিসেবে প্রতিষ্ঠায় বাঙালি জাতির ঐতিহাসিক অবদান এবং একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে স্বীকৃতি আদায়ে শেখ হাসিনার নেতৃত্বের কথা তুলে ধরেন।

অনুষ্ঠানে বাংলাদেশ কমিউনিটি সদস্যদের শিশুরাও বক্তব্য রাখেন।

সূত্র: বাসস

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2020 Mohajog