নিহত সাদিয়া হাসান খান (২৩) পুরান ঢাকার বেসরকারি ন্যাশনাল মেডিকেল কলেজের শিক্ষার্থী ছিলেন। তার বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।
বংশাল থানার ওসি নুরে আলম সিদ্দিকী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শনিবার সকাল সাড়ে ৬টার দিকে কলেজে যাওয়ার পথে সাদিয়ার সিএনজি অটোরিকশাকে একটি বাস পেছন থেকে ধাক্কা দেয়।
গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সাদিয়াকে মৃত ঘোষণা করেন বলে হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানিয়েছেন।
বাস এবং এর চালককে আটক করতে পারেনি পুলিশ।