বিনোদন ডেস্ক: সম্প্রতি ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ড অনুষ্ঠানে যাওয়ার আগে নিজের ছবি টুইটারে পোস্ট করেছিলেন কলকাতার নায়িকা দিশা পাটানি।
ওই পোস্টে তার পরিহিত পোশাক নিয়ে আপত্তিকর মন্তব্য করেছিলেন এক ব্যক্তি, যা এখন ভাইরাল।
পরে আরেকটি টুইটে পোশাক নিয়ে ওই লোকের মন্তব্যের জবাব দিয়েছেন তিনি। পোশাক নিয়ে পরামর্শ দেয়াকে ভণ্ডামি বলে আখ্যায়িত করেন দিশা।
তিনি লেখেন, ‘কতটা দেহ ঢাকা পোশাক পরেছে তা দেখে একটি মেয়েকে বিচার করা খুব সহজ। কিন্তু নিজেদের খারাপ মানসিকতার কথা স্বীকার করতে অসুবিধে হয় না? আপনারাই মেয়েটির দেহের সেই সব অংশের দিকে তাকিয়ে থাকেন, যা ঢেকে পোশাক পরতে বলেন আপনারাই।’
দিশা আরো বলেন, যত দ্রুত সম্ভব সমাজ থেকে এই হিপোক্রেসি বন্ধ হওয়া উচিত।
এর আগে একইভাবে পোশাকের জন্য সোশ্যাল মিডিয়ায় ট্রলড হয়েছেন গায়িকা মোনালি ঠাকুর, টলিউড অভিনেত্রী পার্নো মিত্র প্রমুখ। প্রতি ক্ষেত্রেই ট্রলিংয়ের যোগ্য জবাব দিয়েছেন তারা।