1. sardardhaka@yahoo.com : adminmoha :
  2. mohajog@yahoo.com : Daily Mohajog : Daily Mohajog
  3. nafij.moon@gmail.com : Nafij Moon : Nafij Moon
রবিবার, ১১ এপ্রিল ২০২১, ০১:১২ পূর্বাহ্ন

অস্কারে সেরা অভিনেতা-অভিনেত্রী হলেন যারা

মহাযুগ নিউজ ডেস্ক
  • আপডেট টাইম : সোমবার, ২৭ ফেব্রুয়ারী, ২০১৭
  • ৯২ বার

বিনোদন ডেস্ক: আমেরিকার লস এঞ্জেলসের ডলবি থিয়েটারে অনুষ্ঠিত অস্কারের ৮৯তম আসরে সেরা অভিনেতা কেসি অ্যাফ্লেক ও সেরা অভিনেত্রী হয়েছেন এমা স্টোন।

‘ম্যানচেস্টার বাই দ্য সি’ ছবির জন্য অস্কার অনুষ্ঠানের শেষ ভাগে এসে সেরা অভিনেতার অস্কারটি ঘরে তুললেন কেসি অ্যাফ্লেক।

তার সঙ্গে এই বিভাগে আরো যেসব অভিনেতা অস্কার স্মারকের জন্য লড়াই করেছেন, তারা হলেন ‘হ্যাকসো রিজ’-এর অ্যান্ড্রু গারফিল্ড, ‘লা লা ল্যান্ড’-এর রায়ান গসলিং, ‘ক্যাপ্টেন ফ্যান্টাস্টিক’-এর ভিগো মরটেনসেন ও ‘ফেন্সেস’-এর জন্য ডেনজেল ওয়াশিংটন।

এদিকে সব সুন্দরী ও গুণী অভিনেত্রীকে পেছনে ফেলে সেরা অভিনেত্রীর পুরস্কার তুলেছেন এমা স্টোন। ‘লা লা ল্যান্ড’ ছবির জন্য তিনি অস্কার জিতেন।

স্বপ্নের স্বর্ণমূর্তি প্রথমবারের মতো হাতে নেওয়ার জন্য এমাকে পাল্লা দিতে হয়েছে ‘এল’ ছবির ইসাবেল হুপ্যার্ট, ‘লাভিং’-এর রুথ নেগা, ‘জ্যাকি’-এর নাটালি পোর্টম্যান ও ‘ফ্লোরেন্স ফস্টার জেনকিনস’-এর মেরিল স্ট্রিপের সঙ্গে।

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2020 Mohajog