1. sardardhaka@yahoo.com : adminmoha :
বৃহস্পতিবার, ০৮ জুন ২০২৩, ০৮:৩২ অপরাহ্ন

প্রশাসনের আশ্বাসে খুলনার পরিবহন ধর্মঘট প্রত্যাহার

মহাযুগ নিউজ ডেস্ক
  • আপডেট টাইম : সোমবার, ২৭ ফেব্রুয়ারী, ২০১৭
  • ৩৪৭ বার

প্রতিবেদক: প্রশাসনের সহযোগিতার আশ্বাসে অবশেষে খুলনা বিভাগের ১০ জেলায় চলমান অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট প্রত্যাহার করেছে সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন।

জেলা প্রশাসক নাজমুল আহসান জানান, সোমবার বেলা পৌনে ২টায় ধর্মঘট প্রত্যাহারের এই ঘোষণা দেওয়া হয়।

সড়ক দুর্ঘটনায় তারেক-মিশুকের মৃত্যুর দায়ে বাসচালকের যাবজ্জীবন সাজার প্রতিবাদে খুলনা বিভাগের ১০ জেলায় অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট ডাকে সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন।

এরআগে ফেডারেশনের আঞ্চলিক কমিটির সাধারণ সম্পাদক আব্দুর রহিম বক্স দুদু জানান, দুপুরে সমঝোতার লক্ষ্যে বিভাগীয় প্রশাসন বৈঠক ডেকেছেন।

তিনি বলেন, খুলনা বিভাগের ১০ জেলার সব কটিতে ধর্মঘট চলমান থাকায় সোমবার দুপুর ১২টায় খুলনা সার্কিট হাউজে বিভাগীয় কমিশনার সমঝোতার লক্ষ্যে এই বৈঠক ডাকেন।

এ সময় তিনি আরো বলেন, শ্রমিকরা যাবজ্জীবন কারাদণ্ডের রায় মাথায় নিয়ে গাড়ি চালাবে না।

২০১১ সালের ১৩ অগাস্ট মানিকগঞ্জের ঘিওর উপজেলার জোকা এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কে বাসের সঙ্গে সংঘর্ষে মাইক্রোবাস আরোহী চলচ্চিত্রকার তারেক মাসুদ ও মিশুক মুনীরসহ পাঁচজন ঘটনাস্থলেই মারা যান।

সেই দুর্ঘটনায় গত ২২ ফেব্রুয়ারি মানিকগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আল-মাহমুদ ফায়জুল কবীর আসামি বাসচালক জামির হোসেনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। রায়ের পর তাকে কারাগারে পাঠানো হয়।

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2020 Mohajog