প্রতিবেদক: হরতালের মধ্যেও আগামীকাল মঙ্গলবার যথাসময়ে এসএসসি ও সমমানের পরীক্ষা চলবে। পরীক্ষা ও এ সংক্রান্ত সবকিছু হরতালের আওতামুক্ত থাকায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
সোমবার সকালে এ কথা জানিয়েছেন ঢাকা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মাহাবুবুর রহমান।
মাহাবুবুর রহমান জানান, হরতাল আহবানকারীরা পরীক্ষা ও এ সংক্রান্ত সবকিছু হরতালের আওতামুক্ত রাখার ঘোষণা দিয়েছেন। তাই আগামীকাল মঙ্গলবার হরতাল হলেও পরীক্ষা রুটিন অনুযায়ী যথা সময়ে অনুষ্ঠিত হবে।