1. sardardhaka@yahoo.com : adminmoha :
মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩, ০৫:০৬ অপরাহ্ন

১৪ মার্চের মধ্যে বিচারকদের শৃঙ্খলাবিধির গেজেট প্রকাশের নির্দেশ

মহাযুগ নিউজ ডেস্ক
  • আপডেট টাইম : সোমবার, ২৭ ফেব্রুয়ারী, ২০১৭
  • ২৭৯ বার

প্রতিবেদক: নিম্ন আদালতের বিচারকদের চাকরির শৃঙ্খলাসংক্রান্ত বিধিমালা ১৪ মার্চের মধ্যে গেজেট আকারে প্রকাশের নির্দেশ দিয়েছেন আদালত। ফলে আরো ২ সপ্তাহ সময় পেয়েছে রাষ্ট্রপক্ষ।

সোমবার অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের এক আবেদনের প্রেক্ষিতে প্রধান বিচারপতি নেতৃত্বাধীন আট সদস্যের বেঞ্চ ১৪ মার্চ পর্যন্ত সময় মঞ্জুর করেন।

গত ১২ ফেব্রুয়ারি গেজেট প্রকাশ করার জন্য বারবার সময় আবেদনের কারণ সরকারক্ষকে লিখিতভাবে জানাতে নির্দেশ দেন আদালত।

নির্ধারিত এদিন সময় ক্ষেপণের লিখিত ব্যাখ্যায় মাহবুবে আলম আদালতকে জানান, রাষ্ট্রপতির কাছে শৃঙ্খলা সংক্রান্ত বিধিমালার একটি খসড়ার কপি আইন মন্ত্রণালয় থেকে পাঠানো হয়েছে। তা গেজেট আকারে প্রকাশ করার জন্য সময় দরকার।

তারপর আদালত বলেন, আশা করি ২৭ ফেব্রুয়ারির মধ্যে সরকার বিচারকদের চাকরির শৃঙ্খলাবিধি গেজেট আকারে প্রকাশ করবে।

গত ৫ ফেব্রুয়ারি বিচারকদের চাকরির শৃঙ্খলাসংক্রান্ত বিধিমালা গেজেট আকারে প্রকাশ করতে সরকারকে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত সময় দেন আপিল বিভাগ। এর আগেও গেজেট প্রকাশে কয়েক দফা সময় নেয় সরকার।

এসঙক্রান্ত বিধিমালা প্রণয়ন না করায় আইন মন্ত্রণালয়ের দুই সচিবকে ১২ ডিসেম্বর তলবও করেন আপিল বিভাগ।

গত বছরের ৭  নভেম্বর বিচারকদের চাকরির শৃঙ্খলাসংক্রান্ত বিধিমালা ২৪ নভেম্বরের মধ্যে গেজেট আকারে প্রণয়ন করতে সরকারকে নির্দেশ দিয়েছিলেন আপিল বিভাগ।

১৯৯৯ সালের ২ ডিসেম্বর মাসদার হোসেন মামলায় ১২ দফা নির্দেশনা দিয়ে রায় দেওয়া হয়। ওই রায়ের আলোকে নিম্ন আদালতের বিচারকদের চাকরির শৃঙ্খলাসংক্রান্ত বিধিমালা প্রণয়নের নির্দেশনা ছিল।

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2020 Mohajog