1. sardardhaka@yahoo.com : adminmoha :
বুধবার, ০৭ জুন ২০২৩, ০১:২৩ পূর্বাহ্ন

২১ বারের চেষ্টায় সফল কেভিন!

মহাযুগ নিউজ ডেস্ক
  • আপডেট টাইম : সোমবার, ২৭ ফেব্রুয়ারী, ২০১৭
  • ২৮৪ বার

বিনোদন  ডেস্ক : অবশেষে অস্কার জয় করলেন শব্দ প্রকৌশলী কেভিন ও’কনেল। ২১ বারের চেষ্টায় তিনি সফল হলেন।
এই জয় তার অধ্যাবসায় আর লেগে থাকার চেষ্টাকেই সম্মাননা জানানো বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এবার শব্দমিশ্রণ বিভাগে ‘হ্যাকসো রিজ’ ছবির জন্য মনোনয়ন পাওয়ার পরই কেভিনের ভাগ্যে পুরস্কার জুটে কিনা সেদিকে নজর ছিল সবার।  অবশেষে টান টান উত্তেজনার অবসান ঘটিয়ে সেরা শব্দমিশ্রণ বিভাগে অস্কার জিতেন ‘হ্যাকসো রিজ’-এর কেভিন ও’কনেলসহ এ ছবির আরও দুই শব্দ প্রকৌশলী।

এ বিভাগে মনোনয়ন পাওয়া সিনেমাগুলোর মধ্যে রয়েছে- ‘লা লা ল্যান্ড’, ‘অ্যারাইভাল’, ‘রুঝ ওয়ান: আ স্টার ওয়ার্স স্টোরি’ ও ‘থার্টিন আওয়ার্স: দ্য সিক্রেট সোলজার অব বেনগাজি’।

বাংলাদেশ সময় সোমবার ভোরে লস অ্যাঞ্জেলসের ডলবি থিয়েটারে চলচ্চিত্রের সবচেয়ে জমকালো এই আসরের পুরস্কার ঘোষণা করা হয়।

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2020 Mohajog