1. sardardhaka@yahoo.com : adminmoha :
শুক্রবার, ২৪ মার্চ ২০২৩, ০১:৪৪ পূর্বাহ্ন

পাখি শুধু আনন্দই দেয় না, সুস্থও রাখে

মহাযুগ নিউজ ডেস্ক
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারী, ২০১৭
  • ৩২২ বার

মহাযুগ ডেস্ক: আপনি কি পাখি দেখতে খুব ভালোবাসেন? আর পাখিদের দেখে ছেলেবেলার মতো করেই ভাবতে থাকেন, ইস আপনারও যদি ওদের মতো ডানা থাকতো, তাহলে আপনিও উড়তে পারতেন।

পাখি দেখলে মানুষের মনে ভালোলাগা তো উত্‍পন্ন হয়ই। এখন গবেষকরা বলছেন, পাখি দেখাটা মানুষের জন্য উপকারিও।

ইংল্যান্ডের এক্সেটার বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক এই বিষয় নিয়ে বেশ কিছুদিন গবেষণা করেছেন। তারা ২৭০ জন নানা বয়সী হতাশায় ভোগা মানুষের উপর গবেষণা করেন পাখি নিয়ে। দেখেন যে, যারা পাখি দেখছেন, তারা অনেক তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠছেন। আর যারা বাইরে আসেন না। পাখি দেখেন না, তাদের সুস্থ হতে অনেক সময় লাগছে।

তাই সময় পেলেই পাখি দেখুন। আপনার মনের আনন্দও যেমন হবে, তেমনই আপনি হতাশা থেকেও মুক্তি পাবেন।

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2020 Mohajog