প্রতিবেদক: রাজধানীতে এক স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা করেছে বখাটেরা। নিহত সজীব (১৪) হলি ক্রিসেন্ট স্কুল অ্যান্ড কলেজে নবম শ্রেণির শিক্ষার্থী।
মঙ্গলবার রাতে পশ্চিম শেওড়াপাড়া এলাকায় বাসার কাছে স্কুলের গলিতে তাকে হত্যা করা হয়।
সজীবের বাড়ি কিশোরগঞ্জ সদর উপজেলায়। বাবার নাম আবদুর রশিদ।
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশের ইনচার্জ সেন্টু চন্দ্র দাস জানান, মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে ওই ছাত্রকে কোপানো হয়। বুধবার সকাল ৮টার দিকে ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত ছাত্রে মরদেহ ঢামেক হাসপাতালের মর্গে রয়েছে।
নিহত সজীবের বোন জামাতা মাহমুদ বাবু জানান, পশ্চিম শেওড়াপাড়া এলাকার একটি বাসায় শ্বশুরের পরিবারের বসবাস। মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে ওই প্রতিষ্ঠানের গলিতে স্থানীয় সৌরভসহ আরও দু-তিনজন সজীবের ঘাড়ে ও পিঠে চাপাতি দিয়ে কোপায়।
তিনি জানান, প্রথমে স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসার পর ঢামেক হহাসপাতালে নেয়া হয়। সেখানে আজ বুধবার সকালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সজীব।