প্রতিবেদক: ধর্মঘটের নামে মঙ্গল ও বুধবার ঢাকার গাবতলী এলাকায় শ্রমিকদের তাণ্ডবের ঘটনায় তিনটি মামলা হয়েছে। এসব মামলায় ৪০ জনের নাম উল্লেখ করে এক হাজারের বেশি শ্রমিককে আসামি করা হয়েছে।
বুধবার রাতে রাজধানীর দারুসসালাম থানায় এসব মামলা হয়।
দারুস সালাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিমুজ্জামান জানান, ধর্মঘটের নামে মঙ্গল ও বুধবার গাবতলী এলাকায় পরিবহন শ্রমিকরা তাণ্ডব চালিয়েছে। এ ঘটনায় তিনটি মামলা হয়েছে। দুটি মামলা করেছে পুলিশ। আর একটি মামলা করেছেন একজন ক্ষতিগ্রস্ত ব্যক্তি।
তিনি জানান, এসব মামলায় আসামিদের মধ্যে ৪০ জনের নাম উল্লেখ করা হয়েছে। এদের মধ্যে কয়েকজন পরিবহন শ্রমিক নেতাও রয়েছেন। সব মিলে আসামি এক হাজারের বেশি।
গাবতলীর ঘটনায় শ্রমিকদের বিরুদ্ধে মামলা দায়ের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বক্তব্যের কয়েক ঘণ্টা পরে এ তিন মামলা দায়ের করা হয়।