প্রতিবেদক: ‘ওয়ান বেল্ট ওয়ান রোড’ সম্মেলনে যোগ দিতে চীন যাচ্ছেন সরকারের ছয় মন্ত্রী। তারা হলেন- অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক।
ঢাকায় কূটনৈতিক সূত্রে এ তথ্য জানা গেছে।
সিল্ক রোড সম্মেলন নামে পরিচিত ২০১৭ সালে সবচেয়ে বড় সম্মেলনে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, ব্রিটিশ প্রধানমন্ত্রী তেরেসা মেসহ বিশ্বের প্রভাবশালী রাষ্ট্র ও সরকারপ্রধানরা যোগ দেয়ার কথা রয়েছে।
সংশ্লিষ্ট সূত্র মতে, চীনের পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এই সম্মেলনে আমন্ত্রণ জানানোর আগ্রহ ছিল। কিন্তু শেখ হাসিনা কিছুদিন আগেই চীন সফর করায় শীর্ষ মন্ত্রীরা সম্মেলনে অংশ নিবেন।
এছাড়া, গত বছরের অক্টোবরে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বাংলাদেশ সফর করেছেন। এ কারণে শীর্ষ পর্যায়ে এত কাছাকাছি সময়ে সফর বিনিময়ের প্রয়োজন নেই বলে উভয় দেশ মনে করে।