1. sardardhaka@yahoo.com : adminmoha :
মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩, ০৪:৪০ অপরাহ্ন

রাজউকের সাবেক প্রধান প্রকৌশলী গ্রেপ্তার

মহাযুগ নিউজ ডেস্ক
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২ মার্চ, ২০১৭
  • ১৬০ বার

প্রতিবেদক: দুর্নীতির অভিযোগ রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)-এর সাবেক প্রধান প্রকৌশলী এমদাদুল ইসলামকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে রাজধানীতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেন দুদকের পরিচালক ইকবাল হোসেনের নেতৃত্ব একটি দল।

দুদকের উপ-পরিচালক ও জন সংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য জানান, দুদকের উপ পরিচালক মো. সাহিদুজ্জামান বাদী হয়ে দায়ের করা মামলায় এমদাদুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে জ্ঞাত আয় বর্হিভূত ৮৭ লাখ ৫৪০ টাকা সম্পদ অর্জন এবং দুদকে দাখিল করা সম্পদ বিবরণীতে ১ কোটি ১৮ লাখ ৭৫১ টাকার সম্পত্তি গোপনের অভিযোগে ২৩ ফেব্রুয়ারি মামলা করা হয়।

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2020 Mohajog