1. sardardhaka@yahoo.com : adminmoha :
শুক্রবার, ২৪ মার্চ ২০২৩, ০২:০৫ পূর্বাহ্ন

শাবিপ্রবি ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২০

মহাযুগ নিউজ ডেস্ক
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২ মার্চ, ২০১৭
  • ১৪৭ বার

প্রতিবেদক: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ক্ষমতাসীন আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে কমপক্ষে ২০ জন আহত হয়েছে। আহতদের সিলেট এম এ জি ওসমানী মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার গভীর রাতে হলে বিশ্ববিদ্যালয় ফটকে হাতাহাতিকে কেন্দ্র করে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে শাখা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক আশিকুজ্জামান রুপকের সঙ্গে কথা কাটাকাটি হয়। এই ঘটনার জেরে রাত ১টায় শাহপরাণ হলে সংঘর্ষে জড়ায় ছাত্রলীগ নেতাকর্মীরা। তবে সংঘর্ষের সময় ঘটনাস্থলে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাউকে দেখা যায়নি।

কথা  কাটকটির ঘটনার পর তা মীমাংসার উদ্যোগ নেয়া হলেও গভীর রাতে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে বাতি নিভিয়ে হামলা চালানো হয় বলে অভিযোগ করেছেন শাখা ছাত্রলীগের যুগ্ন সাধারণ সম্পাদক সাজিদুল ইসলাম সবুজ। এতে সমঝোতার উদ্যোগ ভণ্ডুল হয়ে যায় বলেও জানান তিনি।

এ বিষয়ে বক্তব্য জানতে যোগাযোগ করার হলে শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইমরান খান এবং যুগ্ম সম্পাদক রুপকের মোবাইল বন্ধ পাওয়া যায়।

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2020 Mohajog